নিজস্ব প্রতিবেদন: আমিরশাহিতে আইপিএল-এর দিনক্ষণ চূড়ান্ত হতেই নিজের মতো করে প্রস্তুতি শুরু করে দিয়েছেন ভারতীয় ক্রিকেটাররা। ফিটনেস প্রস্তুতি শুরু করে দিয়েছেন মুম্বই ইন্ডিয়ান্সের অলরাউন্ডার হার্দিক পাণ্ডিয়াও। সদ্য বাবা হয়েছেন। আর তার পরেই শুধু মাত্র শর্টস পরে দৌড়ানোর একটা ছবি ইনস্টাগ্রামে পোস্ট করেছেন হার্দিক। আর তাতেই স্ত্রী নাতাশার ইমোজি কমেন্ট।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

মাঠে দৌড়ানোর সেই ছবি ইনস্টাগ্রামে পোস্ট করে হার্দিক পাণ্ডিয়া লিখেছেন, চলুন রাস্তায় এই শো করা যাক.. সঙ্গে তাঁর আইপিএল দল মুম্বই ইন্ডিয়ান্সকে ট্যাগ করে দিয়েছেন তিনি।



হার্দিকের এই পোস্টে নভদীপ সাইনি তাঁকে 'বিস্ট' বলে উল্লেখ করেছেন। আর স্ত্রী নাতাশা স্টানকোভি্চ সেখানে ইমোজির সিরিজ পোস্ট করলেন।


২০১৯ সালের সেপ্টেম্বর থেকে মাঠের বাইরে রয়েছেন হার্দিক পান্ডিয়া। চোট সারিয়ে অস্ত্রোপচারের পর এখন তিনি ফিট। এবার মাঠে নামার প্রস্তুতি। গতবারের আইপিএল চ্যাম্পিয়ন মুম্বই ইন্ডিয়ান্সও অনেকটাই তাকিয়ে আছে ২৬ বছর বয়সী অলরাউন্ডার হার্দিক পাণ্ডিয়ার দিকে।



আরও পড়ুন - ধোনির আচমকা অবসরে অবাক! বড়সড় ফেয়ারওয়েল দিতে চান রাহুল