জানেন, হার্দিক পাণ্ডিয়াকে কার সঙ্গে তুলনা করলেন সুনীল গাভাসকর?
ওয়েব ডেস্ক: হার্দিক পাণ্ডিয়া সবে মাত্র তিনটে টেস্টের একটি সিরিজ খেলেছেন। তার আগেই অবশ্য টি২০ এবং একদিনের ম্যাচে দেশের হয়ে খেলা হয়ে গিয়েছিল তাঁর। টেস্টেও দুরন্ত পারফরম্যান্সের পর বিশেষজ্ঞদেরও প্রশংসা আদায় করে নিয়েছেন তিনি। কেউ কেউ তো তাঁকে ভবিষ্যতের কপিল দেবও বলা শুরু করে দিয়েছেন। আসলে ১৯৯৪ সালে কপিল দেব অবসর নেওয়ার পর থেকে পেসার এবং ব্যাটসম্যান অলরাউন্ডার সেভাবে পায়নি টিম ইন্ডিয়া। মূলত, স্পিনার অলরাউন্ডাররাই খেলে গিয়েছেন। কিন্তু পাণ্ডিয়া পেসার এবং ব্যাটসম্যান। তাই তাঁকে নিয়ে এত মাতামাতি।
আরও পড়ুন ভিভ, গম্ভীর, সেহবাগদের টপকে বিশ্বরেকর্ড জো রুটের
সুনীল গাভাসকরও বলেছেন, 'পাণ্ডিয়াকে আর একটু সময় দেওয়া উচিত। তবে, ওর মধ্যে ভাল অলরাউন্ডার হয়ে ওঠার যাবতীয় গুণ রয়েছে। ওর খেলার ধরন অনেকটা ডেভিড ওয়ার্নারের মতো। ওর উচিত, ওয়ার্নারকে আরও ভালভাবে দেখা।' ভারতীয় দলের অধিনায়ক বিরাট কোহলিও প্রশংসায় ভরিয়ে দিচ্ছেন হার্দিক পাণ্ডিয়াকে। বিরাট বলেছেন, 'বিদেশে খেলতে গেলে, একজন অলরাউন্ডার খুবই দরকার। সে-ই দলের মধ্যে ভারসাম্য আনে। হার্দিক পাণ্ডিয়া আগামিদিনে ভারতীয় দলের হয়েও ইংল্যান্ডের বেন স্টোকসের মতো ভূমিকা নেবে।'
আরও পড়ুন বিশ্ব একাদশের বিরুদ্ধে পাকিস্তান দল কেমন হল জেনে নিন