ওয়েব ডেস্ক: অস্ট্রেলিয়ার বিরুদ্ধে একদিনের সিরিজ জেতা হলেও, হোয়াইটওয়াশ আর হল না। বেঙ্গালুরুতে ২১ রানে জিতে সিরিজ ১-৩ করে ফেলল অস্ট্রেলিয়া। এদিনও শুরুটা দারুণ করেছিলেন ভারতের দুই ওপেনার রোহিত শর্মা এবং অজিঙ্কা রাহানে। রোহিত করেন ৬৫ রান আর রাহানের অবদান ৫৩ রান। হার্দিক পাণ্ডিয়া বৃহস্পতিবারও ব্যাট করতে নামেন চার নম্বরে। প্রয়োজনীয় ৪১ রানের ইনিংসও খেলেন। তাহলে কি এবার থেকে চার নম্বরেই ব্যাট করতে নামবেন পাণ্ডিয়া?


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আরও পড়ুন ম্যাচ হেরে গেলেও রেকর্ড করলেন ক্যাপ্টেন কোহলি


এই প্রশ্ন জিজ্ঞাসা করা হলে ম্যাচ শেষে ভারতীয় দলের অধিনায়ক বিরাট কোহলি বলেন, 'পাণ্ডিয়া শুধুই স্লগ ওভারে ঝোড়ো ব্যাট করার জন্য নয়। ওর টেকনিক ভাল। ধরে খেলার ক্ষমতাও রয়েছে। পর পর দু'দিনই ও চার নম্বরে ব্যাট করতে নেমে ভাল খেলেছে। তবে, ওকে শিখতে হবে যে, কীভাবে ওই পরিস্থিতি থেকে ম্যাচ জিতিয়ে ফিরতে হয়। যদি এই কাজে হার্দিক সফল হয়, তবে আগামিদিনেও নিশ্চয়ই চার নম্বরে ব্যাট করতে নামবে। তবে, কোনও কিছুই একেবারে পাকাপাকিভাবে সিদ্ধান্ত নেওয়া হয়নি।'


আরও পড়ুন  ক্রিকেট মাঠে হেলমেট কেন জরুরি, দেখুন ভিডিও