ম্যাচ হেরে গেলেও রেকর্ড করলেন ক্যাপ্টেন কোহলি

Updated By: Sep 29, 2017, 09:09 AM IST
ম্যাচ হেরে গেলেও রেকর্ড করলেন ক্যাপ্টেন কোহলি

ওয়েব ডেস্ক: বেঙ্গালুরুতে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে যতই হেরে যাক ভারত, ক্যাপ্টেন হিসেবে বিরাট কোহলির কিন্তু প্রাপ্তির খাতাটা একেবারে খালি নয়। বরং, এদিন রেকর্ড গড়ে ফেললেন ক্যাপ্টেন কোহলি। ক্যাপ্টেন হিসেবে দ্রুততম ২০০০ রান করে ফেললেন তিনি। টপকে গেলেন দক্ষিণ আফ্রিকার এবি ডিভিলিয়ার্সকে। বৃহস্পতিবার ১৩ রান করার সঙ্গে সঙ্গেই তিনি একদিনের ক্রিকেটে ক্যাপ্টেন হিসেবে ২০০০ রানের মাইলস্টোন ছুঁয়ে ফেলেন। চতুর্থ একদিনের ম্যাচে অবশ্য ২১ রানের বেশি করতে পারেননি বিরাট।

আরও পড়ুন শোয়েবকে নিয়ে ‘ওভার পজেসিভ’ সানিয়া!

২০০০ রান করতে বিরাট সময় নিলেন মাত্র ৩৬ ইনিংস। এর আগে এবি ডিভিলিয়ার্স ক্যাপ্টেন হিসেবে ২০০০ রান করতে নিয়েছিলেন ৪১ ইনিংস। আপাতত, ১৯৭টি একদিনের ম্যাচ খেলে কোহলির মোট রান হয়ে গেল ৮৭০৭। গড় ৫৫-এর উপর।

আরও পড়ুন  হোয়াইটওয়াশ হাতছাড়া ভারতের, ২১ রানে জিতল অস্ট্রেলিয়া

.