জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: হার্দিক পাণ্ডিয়ার (Hardik Pandya) জীবন থেকে শান্তি শব্দটা বহুদিন ধরেই বেপাত্তা! রোহিত শর্মার (Rohit Sharma) বদলে যবে থেকে তিনি মুম্বই ইন্ডিয়ান্সের (Mumbai Indians) অধিনায়ক হয়েছেন, তবে থেকেই তাঁর জীবনে শনি নেমে এসেছেন! তালিতে নয় তিনি এখন বাঁচেন গালিতে। গ্যালারির টিটকিরি আর বিদ্রুপ তাঁর মাথার বালশি আর কোল বালিশের মতো হয়ে গিয়েছে। এহেন হার্দিক এবার বেহিসেবি হওয়ার পরিণাম পেলেন হাতেনাতে! বোর্ডের চরম শিক্ষায় ঘুম ভাঙল মুম্বইয়ের নবনিযুক্ত অধিপতির। 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আরও পড়ুন: এযাত্রায় ১২ লক্ষ টাকায় ছাড়, তবে আগামীতে ভুল করলেই...!


চলতি আইপিএলে মুম্বইয়ের অবস্থা যে খুব একটা ভালো নয়, তা আর নতুন করে বলার অপেক্ষা রাখে না। যে লিগে ১০টি দল অংশ নিয়েছে, সেখানে পাঁচবারের চ্য়াম্পিয়নরা এই মুহূর্তে সাতে। সাত ম্য়াচ খেলে তিনটি জয় ও চারটি হার হার্দিকদের সঙ্গী। গত বৃহস্পতিবার মুম্বই নয় রানে রুদ্ধশ্বাস জয় পেয়েছে পঞ্জাব কিংসের বিরুদ্ধে। আর এই ম্য়াচেই হার্দিক অজান্তে এমন ভুল করে বসলেন, যার জন্য় তাঁর ১২ লক্ষ টাকা জরিমানা হয়েছে হার্দিকের। 


আইপিএলের পক্ষ থেকে জানানো হয়েছে যে, হার্দিকের দলকে স্লো ওভার রেটের জরিমানা দিতে হচ্ছে। যেহেতু চলতি মরসুমে হার্দিকের এটিই প্রথম ওভার-রেট অপরাধ, সেহেতু তিনি ১২ লক্ষ টাকা জরিমানা দিয়ে ছাড় পেয়ে যাচ্ছেন। তবে এই মরসুমে হার্দিক যদি একই দোষে দোষী হন, তাহলে কিন্তু অধিনায়ক হিসেবে তাঁকে এক ম্য়াচ নির্বাসিত করা হতে পারে। ফলে তাঁকে আরও বেশি সতর্ক থাকতে হবে।চলতি মরসুমে হার্দিকের অপরাধের শাস্তি ভোগ করেছেন গুজরাত টাইটান্স অধিনায়ক শুভমন গিল ও রাজস্থান রয়্যালস ক্য়াপ্টেন সঞ্জু স্য়ামসনও।


আরও পড়ুন:  অজান্তেই করেছেন মারাত্মক অপরাধ, ভারতীয় ক্রিকেটের 'প্রিন্স' হতে পারেন নির্বাসিত!


 



(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)