Hardik Pandya | IND vs SL: নতুন বছরে তাঁর সংকল্প কী? সাংবাদিকদের সামনে অকপট হার্দিক
Hardik Pandya`s New Year`s Resolution: হার্দিক পাণ্ডিয়া জানিয়ে দিলেন, তাঁর নতুন বছরের সংকল্প কী! সাফ বলছেন যে, তিনি কোনও কিছুই কেরিয়ারে অর্জন করতে পারেননি এখনও। কঠোর পরিশ্রমই তাঁর রসদ। আর এই অস্ত্রে ভর করেই হার্দিক চান স্বপ্নপূরণ করতে।
জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: চোখের পলকে আরও একটা বছর পার। নতুন বছরের তৃতীয় দিন থেকেই ভারত মাতবে লাগাতার হোম সিরিজে। আগামিকাল অর্থাৎ মঙ্গলবার থেকে শ্রীলঙ্কার বিরুদ্ধে শুরু হচ্ছে তিন ম্যাচের টি-২০ সিরিজ। কুড়ি ওভারের লড়াই শেষ হলেই সমসংখ্যক ম্যাচের ওয়ানডে খেলবে দুই দল। চোটের জন্য টি-২০ সিরিজে নেই রোহিত শর্মা (Rohit Sharma)। তাঁর বদলে নেতৃত্ব দেবেন তারকা অলরাউন্ডার হার্দিক পাণ্ডিয়া (Hardik Pandya)। পাণ্ডিয়ার কেরিয়ারের দিকে চোখ রাখা যায়, তাহলে দেখা যাবে যে এক টি-২০ বিশ্বকাপের ব্যবধানে তাঁর জীবন ১৮০ ডিগ্রি বদলে গিয়েছে। চোট-আঘাত এবং অফ ফর্মের জন্য কেরিয়ার শেষ হতে চলা, ক্রিকেটারই দারুণ ভাবে ঘুরে দাঁড়িয়েছেন। বুক চিতিয়ে পারফর্ম করেছেন। নতুন আইপিএল দলের অধিনায়ক হয়ে চ্যাম্পিয়ন করিয়েছেন দলকে। সীমিত ওভারের ক্রিকেটে হার্দিককে ছাড়া এখন ভাবাই অসম্ভব। সেই হার্দিক ফের একবার দেশের নেতৃত্বে। তাঁকে অনেকেই আগামীর অধিনায়ক হিসাবে ধরছেন। হার্দিক জানিয়ে দিলেন যে, তাঁর পাখির চোখ শুধুই বিশ্বকাপ। এটাই তাঁর নতুন বছরের সংকল্প।
'অবশ্যই এক বছর আগে বিষয় অন্যরকম ছিল। আমার সিদ্ধান্ত ছিল মাঠে নেমে আরও ভালো করতে হবে। ম্যাজিকের মতো কেটেছে গতবছর। আমরা টি-২০ বিশ্বকাপ জিততে চেয়েছিলাম। কিন্তু এটাই খেলার অঙ্গ। হয়নি। কী আর করা যাবে! অনেক কিছু অর্জন করতে চাই। এখনও কেরিয়ারে কিছুই অর্জন করিনি। ভবিষ্যতের কথা মাথায় রেখে বিশ্বকাপ জিততে চাই। নতুন বছরের সংকল্প বিশ্বকাপ জেতা। সেটা করারই চেষ্টা করব। নিজেদের সবটা উজাড় করে দেব। দেখুন আমি শুধু একটাই ভাষা বুঝি। তা হল কঠোর পরিশ্রম। জীবনে অন্য় আর কোনও ভাষা আমার জানা নেই। খাদের কিনারা থেকেও ঘুরে দাঁড়াতে পেরেছি এই কঠোর পরিশ্রমের জন্য। শরীরের যত্ন নেব। সেটা আমি করি। চোট-আঘাত আমার হাতে নেই। সেটা বদলাতে পারব না। যা করেছি, তা নিয়ে আমি আত্মবিশ্বাসী। সেজন্যই আজ এখানে। একটা প্রক্রিয়ার মধ্যে দিয়ে চলি। সেটায় বিশ্বাস করি। সেরা খেলাটাই খেলতে চাই।'
শ্রীলঙ্কার ভারতের টি-২০ সূচি:
৩ জানুয়ারি, প্রথম টি-২০, মুম্বই, ওয়াংখেড়ে স্টেডিয়াম
৫ জানুয়ারি, দ্বিতীয় টি-২০, পুণে, মহারাষ্ট্র ক্রিকেট অ্যাসোসিয়েশন স্টেডিয়াম
৭ জানুয়ারি, তৃতীয় টি-২০, রাজকোট, সৌরাষ্ট্র ক্রিকেট অ্যাসোসিয়েশন স্টেডিয়াম
ভারতের টি-২০ দল: হার্দিক পাণ্ডিয়া (ক্যাপ্টেন), ঈশান কিশান (উইকেটককিপার), রুতুরাজ গায়কোয়াড়, শুভমান গিল, সূর্যকুমার যাদব (সহঅধিনায়ক), দীপক হুডা, রাহুল ত্রিপাঠী,সঞ্জু স্যামসন, ওয়াশিংটন সুন্দর, যুজবেন্দ্র চাহাল, অক্ষর প্যাটেল, অর্শদীপ সিং, হর্ষল প্যাটেল, উমরান মালিক, শিবম মাভি ও মুকেশ কুমার। সন্ধে ৭ থেকে শুরু হবে টি-২০ ম্যাচগুলি।