নিজস্ব প্রতিবেদন: গত বছর সেপ্টেম্বর থেকে পিঠের চোটের জন্য মাঠের বাইরে টিম ইন্ডিয়ার অলরাউন্ডার হার্দিক পাণ্ডিয়া। লন্ডনে অস্ত্রোপচারের পরও সমস্যা মেটেনি। কিছুদিন আগে ফের গিয়েছিলেন লন্ডনে। NCA-তে আপাতত রিহ্যাবে থাকা হার্দিক নেটে বোলিং শুরু করে দিলেন।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

লন্ডন থেকে রুটিন চেকআপ সেরে ফেরার পর এনসিএ-তে দ্রুত সুস্থ উঠছেন হার্দিক পাণ্ডিয়া।  ব্য়াটিংয়ের পাশাপাশি নেটে বোলিংও করছেন তিনি। দ্রুত ফিট হওয়ার চেষ্টা করছেন তিনি। সেক্ষেত্রে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ঘরের মাঠে একদিনের সিরিজে পাওয়া যেতে পারে পাণ্ডিয়াকে। কারণ প্রোটিয়াদের বিরুদ্ধে একদিনের সিরিজ শুরু হতে প্রায় মাস খানেক বাকি এখনও। 



একটা সময় মনে হয়েছিল নিউ জিল্যান্ড সফরে টেস্ট সিরিজে হার্দিককে পাওয়া যেতে পারে। কিন্তু চোটের যা পরিস্থিতি তাতে কিউইদের বিরুদ্ধে টেস্ট সিরিজ থেকে নিজেকে সরিয়ে নেন। সে সময় মনে করা হয়েছিল যে আইপিএলের আগে ম্যাচ ফিট হতে পারবেন না হার্দিক পাণ্ডিয়া। কিন্তু NCA সূত্রে খবর, দ্রুত ম্যাচ ফিট হতে ঘাম ঝরাচ্ছেন হার্দিক পাণ্ডিয়া। সব ঠিকঠাক চললে মাস খানেকের মধ্যেই ফিট হয়ে যাবেন টিম ইন্ডিয়ার এই অলরাউন্ডার।  


আরও পড়ুন - বিশ্বকাপ ফাইনালে ছেলের দুর্ব্যবহার, শাস্তি! খাওয়া-দাওয়া ছেড়েছেন ভারতীয় স্পিনারের মা