জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: ভারতীয় দলের একাধিক ক্রিকেটার সোশ্যাল মিডিয়ায় অত্যন্ত সক্রিয়। অবশ্যই সেই তালিকায় বিরাট কোহলি (Virat Kohli) ও হার্দিক পাণ্ডিয়াও (Hardik Pandya) রয়েছেন। টি-২০ বিশ্বকাপের আগে ফাইনাল টাচ-আপ দেওয়ার জন্য ভারত ঘরের মাঠে অস্ট্রেলিয়া ও দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে সীমিত ওভারের ক্রিকেট খেলবে। অস্ট্রেলিয়া খেলবে তিন ম্যাচের টি-২০ সিরিজ। প্রোটিয়াদের বিরুদ্ধে ভারত তিন ম্যাচের টি-২০ ও সমসংখ্যক ম্যাচের ওয়ানডে সিরিজ খেলবে। মঙ্গলবার অর্থাৎ ২০ সেপ্টেম্বর অস্ট্রেলিয়ার বিরুদ্ধে মোহালিতে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে তিন ম্যাচের টি-২০ সিরিজের প্রথম টি-টোয়েন্টি ম্যাচ। মাঠে নামার আগে বিরাট-হার্দিকরা ইনস্টাগ্রামে রিল মাতানো গানে নাচলেন। রবিবার অর্থাৎ আজ হার্দিক সেই ভিডিয়ো ইনস্টায় আপলোড করলেন। ভিডিয়ো পোস্ট করার এক ঘণ্টার মধ্যে ১৭ লক্ষের ওপর মানুষ দেখে ফেলেছেন। 



COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আরও পড়ুন: Gautam Gambhir: 'বিশ্বকাপ জিতবে না ভারত...'! রোহিতদের অশনি সংকেত দিলেন গম্ভীর


ভারতীয় দলের তারকা পেসার মহম্মদ শামির এই সিরিজের হাত ধরেই আন্তর্জাতিক টি-২০-তে প্রত্যাবর্তন করার কথা ছিল। কিন্তু তাঁর মাঠে নামা হচ্ছে না। কোভিড আক্রান্ত হওয়ায় 'সহেসপুর এক্সপ্রেস'-এর ঘরের মাঠে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে টি-২০ সিরিজ খেলা হবে না! বিসিসিআই মেইল মারফত শামির অনুপস্থিতির কথা জানিয়ে দিয়েছে। শামির পরিবর্ত হিসাবে চেতন শর্মার নির্বাচক কমিটি বেছে নিয়েছে উমেশ যাদবকে। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ভারতের দল: রোহিত শর্মা (অধিনায়ক), কেএল রাহুল (সহ-অধিনায়ক), বিরাট কোহলি, সূর্যকুমার যাদব, দীপক হুডা, ঋষভ পন্থ (উইকেটকিপার), দীনেশ কার্তিক (উইকেটকিপার), হার্দিক পাণ্ডিয়া, আর অশ্বিন, যুজবেন্দ্র চাহাল, অক্ষর প্যাটেল, ভুবনেশ্বর কুমার, উমেশ যাদব, হর্ষল প্যাটেল, দীপক চাহার ও জসপ্রীত বুমরা।


(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)