ওয়েব ডেস্ক: শ্রীলঙ্কার মাটিতে গিয়ে টেস্ট সিরিজে শ্রীলঙ্কাকেই হোয়াইট ওয়াশ করল ভারত। শুধু তাই নয়, ভারতীয় দল পেয়ে গিয়েছে এমন এক অলরাউন্ডারকে, যে কিনা, দলের মধ্যে ভারসাম্য এনে দিয়েছেন অনেক। হ্যাঁ, হার্দিক পাণ্ডিয়ার কথাই বলা হচ্ছে। জীবনের তিন নম্বর টেস্ট খেলতে নেমেই ম্যান অফ দ্য ম্যাচ। আট নম্বরে নেমে তিনি সেঞ্চুরি করেছিলেন বলেই তৃতীয় টেস্টের প্রথম ইনিংসে ভারত তুলতে পেরেছিল ৪৮৭ রান। এরপর ভারতীয় বোলারদের সামনে আর দাঁড়াতে পারেননি শ্রীলঙ্কার ব্যাটসম্যানরা।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আরও পড়ুন বীরেন্দ্র সেহবাগকে টপকে, ওয়াসিম আক্রমকে ছুঁলেন হার্দিক পাণ্ডিয়া


সিরিজ জেতার পর ভারত অধিনায়ক বিরাট কোহলি বলেছেন, 'যে কোনও জয়ই মধুর এবং গুরুত্বপূর্ণ। তাই শ্রীলঙ্কার বিরুদ্ধে টেস্ট সিরিজ জিতে খুব ভাল লাগেছে। বিশেষ করে বলব, হার্দিক পাণ্ডিয়ার কথা। দলে ওর অন্তর্ভুক্তি, আমাদের শক্তি বাড়িয়েছে। আমাদের মিডল অর্ডার ব্যাটিং লাইন আপ এখন অনেক বেশি শক্তিশালী।'


আরও পড়ুন  মোটেই বিশ্রাম নয়, অশ্বিন কিন্তু মাঝের সময়টায় চুটিয়ে ক্রিকেট খেলবেন