মোটেই বিশ্রাম নয়, অশ্বিন কিন্তু মাঝের সময়টায় চুটিয়ে ক্রিকেট খেলবেন

Updated By: Aug 14, 2017, 01:30 PM IST
মোটেই বিশ্রাম নয়, অশ্বিন কিন্তু মাঝের সময়টায় চুটিয়ে ক্রিকেট খেলবেন

ওয়েব ডেস্ক: রবিবারই শ্রীলঙ্কার বিরুদ্ধে একদিনের এবং টি২০ ম্যাচের দল ঘোষণা করেছে বিসিসিআই। সেখানে দেখা যাচ্ছে, রবিচন্দ্রন অশ্বিনকে বিশ্রাম দেওয়া হয়েছে সীমিত ওভারের ক্রিকেটে। যদিও অশ্বিন কিন্তু মোটেও সেভাবে বিশ্রাম পাচ্ছেন না। হ্যাঁ, তিনি হয়তো এই সময়টায় আন্তর্জাতিক ক্রিকেট খেলবেন না। তবে, তাঁর এবার অভিষেক হতে চলেছে কাউন্টি ক্রিকেটেও। আগামী ২৮ আগস্ট ওরসেস্টারশায়ারের হয়ে গ্লস্টারশায়ারের বিরুদ্ধে খেলতে নামবেন তিনি।

আরও পড়ুন রোনাল্ডো দেখলেন লাল কার্ড, মেসি পেলেন গোল কিন্তু জিতল রিয়েল মাদ্রিদ

শুধু অশ্বিনই নন। সূত্রের খবর, এবার কাউন্টিতে খেলতে দেখা যাবে ইশান্ত শর্মা এবং রবীন্দ্র জাদেজাকেও। ইশান্ত শর্মাকে খেলতে দেখা যাবে ওয়ারউইকশায়ারের হয়ে। এবার ইংলিশ কাউন্টিতে খেলছেন চেতেশ্বর পুজারাও। ইতিমধ্যে কাউন্টি ক্রিকেটে পাঁচটি ইনিংসে ব্যাট হাতেও নেমেছেন পুজারা। করেছেন ২২৩ রান। যার মধ্যে রয়েছে একটি সেঞ্চুরিও। সামনের বছর ইংল্যান্ডে পূর্ণাঙ্গ ক্রিকেট সফরে যাবে ভারতীয় দল। অশ্বিনের কাউন্টি ক্রিকেটের অভিজ্ঞতা নিশ্চয়ই সেই সময়ে তাঁকে আরও ভাল খেলতে সাহায্য করবে।

আরও পড়ুন  জানুন দক্ষিণ আফ্রিকা সফরে কবে যাবে ভারতীয় ক্রিকেট দল

.