জি ২৪ ঘন্টা ডিজিটাল ব্যুরো: ইংল্যান্ডের বিরুদ্ধে তিন ম্যাচের টি-২০ সিরিজের শুরুতেই দুরন্ত জয় পেয়েছে রোহিত শর্মার টিম ইন্ডিয়া। জস বাটলারের দলকে ৫০ রানে হারিয়ে সিরিজে ১-০ এগিয়ে গিয়েছে নীল জার্সিধারীরা। সৌজন্যে ভারতের স্টার অলরাউন্ডার হার্দিক পাণ্ডিয়ার (Hardik Pandya) ব্যাটে-বলে দুরন্ত ধামাকা। ৩৩ বলে ৫১ রানের ইনিংস খেলার পাশাপাশি হার্দিক ৪  উইকেট তুলে নিয়েছেন বল হাতে। হয়েছেন ম্যাচের সেরা। আগামী শনিবার বার্মিংহ্যামের এজবাস্টনে দ্বিতীয় টি-২০ খেলেবে ভারত-ইংল্যান্ড। এই ম্যাচ জিততে পারলেই সিরিজ চলে আসবে ভারতের পকেটে। 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

ঘটনাচক্রে দ্বিতীয় টি-২০ ম্যাচে বিরাট কোহলি, ঋষভ পন্থ ও রবীন্দ্র জাদেজার মতো ভারতের স্টার ক্রিকেটাররা ফিরছেন। এজবাস্টন টেস্টের পর বিশ্রাম নিয়ে ফের ফিরছেন সিনিয়ররা। এখন যা পরিস্থিতি তাতে করে প্রথম একাদশ বেছে নিতে রীতিমতো সমস্যায় পড়বে টিম ম্যানেজমেন্ট। দীপক হুডা, ঈশান কিশান কিংবা দীনেশ কার্তিকের মধ্যে কাউকে বসতে হতে পারে। কী হতে পারে দল! কে বসতে পারেন? এই নিয়েই ম্যাচের পর এক সাংবাদিকের প্রশ্নের উত্তরে হার্দিক বলেন, "স্যার উয়ো তো পতা নহি'! উয়ো তো ম্যানেজমেন্ট কা হি কাম হ্যায়। ম্যায় তো বস ইন্ডিয়া এক অলরাউন্ডার কি তরহা খেলতা হু। মেরেকো জো বোলতে হ্যায় উয়ো ম্যায় করতা হু। অউর উসসে জাদা দিমাগ লাগাতা নহি।" বাংলায় এর তর্জমা করলে দাঁড়ায়, "স্যার ওই বিষয়ে আমার জানা নেই। ওটা ম্যানেজমেন্টের কাজ। আমি তো শুধুই ভারতের একজন অলরাউন্ডারের মতো খেলি। আমাকে যা বলা হয় আমি তাই করি। এর বেশি মাথা ঘামাই না।"


হার্দিক এই ম্যাচে প্রথম ভারতীয় ক্রিকেটার হিসাবে টি-২০ ক্রিকেটের ইতিহাসে নিজের নাম লিখিয়েছেন। একই ম্যাচে হাফ সেঞ্চুরি করার পাশাপাশি পেয়েছেন চার উইকেট। হার্দিক বিশ্বের পঞ্চম ক্রিকেটার হিসাবে টি-২০ ফরম্যাটে দেশের হয়ে একই ম্যাচে ৫০ রান করার পাশাপাশি চার উইকেট পেলেন। এর আগে এই রেকর্ড রয়েছে  ডোয়েন ব্র্যাভো, শেন ওয়াটসন ও মহম্মজদ হাফিজ, সামিয়ুল্লাহ শিনওয়ারির।  


আরও পড়ুন: Jyoti Basu, Jyoti Basu Birthday: ময়দানে জ্যোতির্বলয়, মনেপ্রাণে মোহনবাগানি!


আরও পড়ুনRohit Sharma: কোহলির বিরাট রেকর্ড ভেঙে অধিনায়ক রোহিতের টি-২০ ইতিহাস


(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)