জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: 'দ্য় ইনক্রেডিবল রাইজ অফ হ্য়ারিস রউফ (The Incredible rise of Haris Rauf)' শীর্ষক তথ্যচিত্রে তুলে ধরা হয়েছে আগুনে পাক পেসার হ্য়ারিস রউফের (Haris Rauf) ক্রিকেটীয় উত্থানের গল্প। আসন্ন বিশ্বকাপে পাক দলের অন্য়তম সেরা অস্ত্র এই তথ্যচিত্রে কথা বলেছেন ভারতের ব্য়াটিং মায়েস্ত্রো বিরাট কোহলিকে (Virat Kohli) নিয়ে।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আরও পড়ুন: Virat Kohli | World Cup 2023: দ্রাবিড়ের সংসার ত্যাগ করলেন বিরাট! কাপযুদ্ধের আগে ময়দান কাঁপানো মেগা আপডেট


হ্য়ারিস বলেন, 'আমি যখন ভারতীয় দলের নেট বোলার ছিলাম, তখন বিরাট কোহলিকে বল করেছি। আমার মনে হয়েছে ও শট নেওয়ার আগেই জেনে যায় যে, ব্য়াটের ঠিক কোন জায়গায় বল এসে লাগবে। বিরাট অত্যন্ত ফোকাসড, তেমনই মনঃসংযোগ। নেট প্র্যাকটিসেও এমন ভাবে ব্যাট করত, মনে হত যেন আমি ওর বিরুদ্ধে ম্য়াচ খেলছি। নেট বোলার হিসেবে আমি মুগ্ধ হয়েছি ওর নিয়ন্ত্রণ ও লেগে থাকা দেখে। বুঝেছিলাম কেন ওর এত সুনাম।'


এর আগে হ্য়ারিস রউফ কোহলির বিখ্যাত অপরাজিত ৮২ রানের ইনিংস নিয়ে কথা বলেছিলেন। এমসিজি-তে বিরাটের ঐতিহাসিক দুই ছক্কা লেখা থাকবে ক্রিকেট ইতিহাসে। হ্য়ারিস বলেন, 'কোহলি যেভাবে বিশ্বকাপে খেলেছিল, ওটাই ওর ক্লাস। আমরা সবাই জানি ও কীরকম শট খেলে। ও যেভাবে আমাকে দু'টি ছয় মেরেছিল, আমি মনে করি না, বিশ্বের আর অন্য কোনও ব্য়াটার আমার বলে ওরকম শট নিতে পারবে। দীনেশ কার্তিক ও হার্দিক পাণ্ডিয়া ওরকম ছয় মারলে, আমরা খারাপই লাগত। কিন্তু কোহলির ব্য়াট থেকে এসেছিল। ও অন্য মানের।'


২০১২-১৩ সালের পর থেকে না পাকিস্তান এসেছে ভারতে, না ভারত গিয়েছে পাকিস্তানে। দুই দেশের কুটনৈতিক সম্পর্ক এমন জায়গায় এসে দাঁড়িয়েছে যে, বিগত ১০ বছেরর বেশি সময় হয়ে গেল ভারত-পাক দ্বিপাক্ষিক সিরিজ হয় না। দুই দল একমাত্র এসিসি ও আইসিসি ইভেন্টে মুখোমুখি হয়। এমনকী চলতি এশিয়া কাপ একক ভাবে পাকিস্তানের আয়োজন করার কথা ছিল। কিন্তু বিসিসিআই সাফ জানিয়ে দিয়েছিল যে, কোনও মতেই ভারত যাবে না পাকিস্তানে। ফলে বাধ্য হয়েই পাকিস্তানের প্রস্তাবিত হাইব্রিড মডেলে হয়েছে এশিয়া কাপ। পাকিস্তানে চারটি ম্যাচ ও শ্রীলঙ্কায় হয় ন'টি ম্যাচ। এশিয়া কাপের ইতিহাসে যা প্রথম। ২০১৬ সালের পর আবার ভারতের মাটিতে পা রাখল পাকিস্তান ক্রিকেট দল। আপাতত হায়দরাবাদে রয়েছে পাকিস্তান দল।


আরও পড়ুন: ICC World Cup 2023: কাপযুদ্ধে তছনছ করবেন এই পাঁচ! ভবিষ্যদ্বাণী স্টেইনের, কিংবদন্তির তালিকায় এই ভারতীয়


 (দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল) 


"accelerometer; autoplay; encrypted-media; gyroscope; picture-in-picture" allowfullscreen="" frameborder="0" height="350" src=https://zeenews.india.com/bengali/live-