Neeraj Chopra: ফাইনালের আগে নীরজ চোপড়াকে তাতালেন Harmanpreet Kaur
নীরজ এদিন জিততে পারলেই সোনা জিতে ইতিহাস লিখবেন ভারতের হয়ে।
নিজস্ব প্রতিবেদন: আর কিছুক্ষণের মধ্যেই শুরু টোকিয়ো অলিম্পিক্সের (Tokyo Olympics 2020) জ্যাভলিন থ্রো-র ফাইনাল। গোটা দেশ তাকিয়ে আছে এই ম্যাচের দিকে। ভারতের জ্যাভলিন মহাতারকা নীরজ চোপড়া (Neeraj Chopra) সোনার যুদ্ধে মুখোমুখি চির প্রতিদ্বন্দ্বী পাকিস্তানের আরশাদ নাদিমের।
নীরজ এদিন জিততে পারলেই সোনা জিতে ইতিহাস লিখবেন। ম্যাচের আগে নীরজকে তাতালেন ভারতীয় মহিলা ক্রিকেট দলের ক্যাপ্টেন হরমনপ্রীত কৌর। বিসিসিআই হরমনপ্রীত টুইটারে ভিডিয়ো পোস্ট নীরজকে শুভেচ্ছা জানিয়েছেন। হরমনপ্রীত এই ভিডিয়োতে বলেন, "৯০ মিটারের ছক্কা হাঁকানো হোক বা জ্যাভলিন ছুড়ে ৯০ মিটার পাঠানো। দুই ক্ষেত্রেই লাগে টেকনিক ও শক্তি। আর এই দুইয়ের সংমিশ্রণ রয়েছে আমাদের নীরজ চোপড়ার মধ্যে। আমি ওর জন্য গলা ফাটাচ্ছি। নীরজ টোকিয়োতে ভারতের পতাকা তুলে ধরবে। এগিয়ে যাও নীরজ।"
আরও পড়ুন: দেখুন ভিডিয়ো: Jasprit Bumrah হাঁকালেন বিরাট ছক্কা! চমকালেন স্বয়ং Sachin Tendulkar
নীরজ এদিন সোনা জিততে পারলে অভিনব বিন্দ্রার পর দ্বিতীয় ভারতীয় হিসেবে ব্যক্তিগত ইভেন্টে দেশকে সোনা এনে দিতে পারবেন। সকলেই চাইছেন এবার ভারতের হাতে সোনা উঠুক অলিম্পিক্সে।
(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)