নিজস্ব প্রতিবেদন: তাঁর আগুনে জোরে বোলিংয়ের সৌজন্যে চেন্নাই সুপার কিংসকে (Chennai Super Kings) ১৩ রানে হারিয়েছে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর (Royal Challengers Bangalore)। ৩৫ রানে ৩ উইকেট নেওয়ার জন্য এই মুহূর্তে লিগ টেবিলের চার নম্বরে রয়েছে আরসিবি (RCB)। তবুও পারফরম্যান্সে সন্তুষ্ট নন হর্ষল প্যাটেল (Harshal Patel)।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

ম্যাচের শেষে হর্ষল বলেন, “এই ম্যাচ সহ এখনও পর্যন্ত প্রতিযোগিতায় আমি ইয়র্কার বল করতে পারিনি। তবে আশা করছি আগামি ম্যাচগুলোতে ইয়র্কার করতে পারব।“ তিনি আরও যোগ করেন, “প্রথম ওভারে আমি উইকেটে ধীরগতির বল রাখার চেষ্টা করেছি। এই সময় সঠিক জায়গায় সঠিক জায়গায় বল রাখার চেষ্টা করছিলাম। ওদের দুই বাঁহাতি ব্যাটারকে আউট করেছি।“



বুধবার সিএসকে-এর হর্ষল গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন। সেরা বোলিংয়ের জন্য তিনি ম্যাচ সেরার পুরস্কার পান। এরপরেও অবশ্য নিজের পারফরম্যান্সে খুশি নন হর্ষল।


মঈন আলি (Moeen Ali) ও রবীন্দ্র জাদেজার (Ravindra Jadeja) মতো ব্যাটারকে আউট করেছিলেন হর্ষল।


আরও পড়ুন: Virat Kohli, IPL 2022: রানে ফেরার জন্য কোহলিকে কোন মজার পরামর্শ দিলেন David Warner? জানতে পড়ুন


আরও পড়ুন: Virat Kohli and MS Dhoni, IPL 2022: ‘ক্যাপ্টেন কুল’ আউট হতেই চিৎকার করলেন Kohli, ভিডিও ভাইরাল


(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)