পন্টিং এবং আমলাই, অ্যান্ডারসনের কাছে সবথেকে বিপজ্জনক ব্যাটসম্যান
জেমস অ্যান্ডারসন। ইংল্যান্ডের সর্বকালের সবথেকে বেশি উইকেটের মালিক। ৩৪ বছর বয়সী এই পেসার ১২২ টেস্ট খেলে ৪৬৭টি উইকেট পেয়েছেন। যার গড় ২৮.৫। তা এমন পেসারের কাছে সবথেকে ভয়ঙ্কর ব্যাটসম্যান কে? মানে, কাকে বল করতে সবথেকে বেশি বেগ পেতে হয়েছে জেমস অ্যান্ডারসনকে?
ওয়েব ডেস্ক: জেমস অ্যান্ডারসন। ইংল্যান্ডের সর্বকালের সবথেকে বেশি উইকেটের মালিক। ৩৪ বছর বয়সী এই পেসার ১২২ টেস্ট খেলে ৪৬৭টি উইকেট পেয়েছেন। যার গড় ২৮.৫। তা এমন পেসারের কাছে সবথেকে ভয়ঙ্কর ব্যাটসম্যান কে? মানে, কাকে বল করতে সবথেকে বেশি বেগ পেতে হয়েছে জেমস অ্যান্ডারসনকে?
আরও পড়ুন হাত নেই, তবু বাইশ গজে দাপিয়ে বেড়ান কাশ্মীরের আমির হুসেন
ইংরেজ পেসার এক এক করে নাম নিয়েছেন দু'জনের। প্রথমজন প্রাক্তন অজি অধিনায়ক রিকি পন্টিং এবং দ্বিতীয়জন দক্ষিণ আফ্রিকার হাসিম আমলা। এক সাক্ষাত্কারে জেমস অ্যান্ডারসন বলেছেন, 'অস্ট্রেলিয়ার মাটিতে পন্টিংকে বল করা খুবই বিপজ্জনক ছিল। যেকোনও লেংথের বলই অবলীলায় মাঠের বাইরে পাঠিয়ে দিতে পারত পন্টিং। এখন সেই একইরকম গুণের অধিকারী দক্ষিণ আফ্রিকার অধিনায়ক হাসিম আমলাও। বিশেষ করে টেস্ট ক্রিকেটে।'
আরও পড়ুন চিনের কোম্পানির কাছে বিক্রি হয়ে গেল এসি মিলান ক্লাব