চিনের কোম্পানির কাছে বিক্রি হয়ে গেল এসি মিলান ক্লাব

ড্রাগনের কবলে ইতালিয় ফুটবল। একটু খোলসা করে বললে ব্যাপারটা বোঝা যাবে। চিনের একটি কোম্পানির কাছে বিক্রি হয়ে গেল এসি মিলান ক্লাব। এতদিন সাতবারের ইউরোপিয়ান চ্যাম্পিয়ন এসি মিলানের কর্ণধার ছিলেন ইতালির প্রাক্তন প্রধানমন্ত্রী সিলভিও বার্লুসকোনি। কিন্তু এখন থেকে এসি মিলানের মালিক চিনের ক্লাব রোসোনেরি স্পোর্টস ইনভেস্টমেন্ট লাক্স।

Updated By: Apr 15, 2017, 09:11 AM IST
চিনের কোম্পানির কাছে বিক্রি হয়ে গেল এসি মিলান ক্লাব

ওয়েব ডেস্ক: ড্রাগনের কবলে ইতালিয় ফুটবল। একটু খোলসা করে বললে ব্যাপারটা বোঝা যাবে। চিনের একটি কোম্পানির কাছে বিক্রি হয়ে গেল এসি মিলান ক্লাব। এতদিন সাতবারের ইউরোপিয়ান চ্যাম্পিয়ন এসি মিলানের কর্ণধার ছিলেন ইতালির প্রাক্তন প্রধানমন্ত্রী সিলভিও বার্লুসকোনি। কিন্তু এখন থেকে এসি মিলানের মালিক চিনের ক্লাব রোসোনেরি স্পোর্টস ইনভেস্টমেন্ট লাক্স।

আরও পড়ুন সহজ জয়ের সুযোগ হাতছাড়া, দু'পয়েন্ট মাঠেই ফেলে দিয়ে এল ম্যাঞ্চেস্টার ইউনাইটেড

গতবছর অগাস্ট মাস থেকে দুপক্ষের মধ্যে আলোচনা চলছিল। অবশেষে প্রায় নয় মাস পর এসি মিলানকে সাতশো ছিয়াশি মিলিয়ন ডলার দিয়ে কিনে নিল চিনের ক্লাবটি। গতবছর জুন মাসে ইন্টার মিলানকেও চিনেরই আরেকটি কোম্পানি কিনেছিল।

আরও পড়ুন  তাঁর ছবিতে শুধুই ক্রিকেট নেই, বললেন সচিন তেন্ডুলকর

.