নিজস্ব প্রতিবেদন: দীর্ঘ সংঘাতের পর সাক্ষাতেও খুলল না সমঝোতার দুয়ার। পরস্পরের সামনে দাঁড়িয়েও কথা হল না মহম্মদ শামি ও হাসিন জাহাঁ। 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

পথ দুর্ঘটনায় আহত শামির সঙ্গে দেখা করতে মঙ্গলবার কলকাতা থেকে দিল্লি যান হাসিন। সঙ্গে ছিল মেয়ে বেবো। দিল্লির র্যাডিসন হোটেলে সাক্ষাত হয় সামি ও হাসিনের। হাসিনের দাবি, শামির সঙ্গে তাঁকে কোনও কথাই বলতে দেননি শামির মা। তবে মেয়ের সঙ্গে বেশ কিছুক্ষণ খেলেছেন শামি। 


মাথায় ১,০০০ কোটির বোঝা, ঋণখেলাপির দায়ে পড়ার মুখে PNB


এদিন মেয়েকে দেখেই কোলে তুলে নেন শামি। তার হাতে চকোলেট তুলে দেন। বেশ কিছুক্ষণ মেয়ের সঙ্গে খেলা করেন তিনি। কথা বলেন বেবোর সঙ্গে। 


শামি - হাসিন সাক্ষাতের সময় সেখানে হাজির ছিলেন শামির মা। হাসিনের অভিযোগ, শামির সঙ্গে তাঁকে কোনও কথা বলতে দেননি তিনি। উলটে হুমকির সুরে জানান, কথা হবে আদালতে। একই কথা বলেছেন শামি নিজেও।