ওয়েব ডেস্ক: বিয়ের পর এটাই হ্যাজেলের প্রথম জন্মদিন। এই ২৮ ফেব্রুয়ারি ৩০-এ পা রাখলেন ব্রিটিশ মডেল তথা ভারতীয় ক্রিকেট তারকা যুবরাজের সিংয়ের স্ত্রী হ্যাজেল কিচ। বিগত ২৯ বসন্ত যেভাবে নিজের জন্মদিন সেলিব্রেট করেছেন, তার থেকে একেবারে আলাদা সেলিব্রেশন এবার তাঁর জন্য অপেক্ষা করেছে, সেটা জানাই ছিল হ্যাজেলের। তবে সেলিব্রেশন যে তাঁর আর যুবির বিয়ের মতই 'গ্র্যান্ড মস্তি' হয়ে দাঁড়াবে তা বোধহয় কল্পনাও করতে পারেননি তিনি। হ্যাজেলের জন্মদিনের সেলিব্রেশনে যুবরাজের নিমন্ত্রণ পেয়ে পার্টিতে হাজির হয়েছিলেন বন্ধু তথা সতীর্থ হরভজন সিংও। ছিলেন অঙ্গদ বেদী সহ আরও বন্ধুরা। জন্মদিনের সেই আনন্দঘন মুহূর্তের কিছু ছবি নিজেই পোস্ট করেছেন যুবরাজ। দেখে নিন যুবরাজের ইনস্টা পোস্ট। 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING