HBD Anil Kumble: Anil Kumble-এর ৫১তম জন্মদিনে বিশেষ সম্মান জানাল BCCI, ভিডিও ভাইরাল
রবিবার ৫১ বছরে পা দিলেন অনিল কুম্বলে।
নিজস্ব প্রতিবেদন: লড়াকু মানসিকতা, চোয়াল চাপা জেদ, নিজের সীমিত ক্ষমতার মধ্যেও বিপক্ষকে গুঁড়িয়ে দেওয়া ও বির্তক থেকে শতহস্ত দূরে থাকা। এক কথায় এটাই অনিল কুম্বলের (Anil Kumble) বৈশিষ্ঠ্য। পরিসংখ্যানের বিচারে সম্ভাবত ভারতের সর্বকালের সবথেকে বেশি টেস্ট জেতানো ক্রিকেটার। শচীন তেন্ডুলকর এ ভাবেই তাঁর সতীর্থকে ব্যাখ্যা করে থাকেন। সেই 'জাম্বো' রবিবার ৫১ বছরে পা দিলেন।
এমন এক প্রবাদপ্রতিমের জন্মদিনে বিসিসিআই (BCCI) তাঁকে বিশেষ ভাবে শুভেচ্ছা জানিয়েছে। ১৯৯৯ সালে নয়াদিল্লির ফিরোজ শাহ কোটলা স্টেডিয়ামে পাকিস্তানের (Pakistan ) বিরুদ্ধে দ্বিতীয় ইনিংসে ১০ উইকেট নিয়েছিলেন এই লেগ স্পিনার। সেই ঐতিহাসিক টেস্টের ভিডিও ট্যুইট করে টিম ইন্ডিয়ার প্রাক্তন অধিনায়ককে সম্মান জানালো বোর্ড।
আরও পড়ুন: WT20: কেন ভারত-পকিস্তান ম্যাচকে গুরুত্ব দিচ্ছেন না Virat Kohli?
ট্যুইটারে বিসিসিআই-এর তরফ থেকে লেখা হয়েছে, '৪০৩টি আন্তর্জাতিক ম্যাচে ৯৫৬টি আন্তর্জাতিক উইকেট। শুধু তাই নয়। এই পৃথিবীর দ্বিতীয় বোলার হিসেবে টেস্ট ক্রিকেটে এক ইনিংসে ১০ উইকেট নেওয়া বোলার। প্রাক্তন ভারত অধিনায়ককে জন্মদিনের অনেক শুভেচ্ছা।'
কুম্বলের প্রাক্তন সতীর্থ যুবরাজ সিং ( Yuvraj Singh) শুভেচ্ছা জানিয়ে ট্যুইটারে লিখেছেন, 'শুধু নামেই জাম্বো নয়, কাজেও জাম্বো। জন্মদিনের অনেক অনেক শুভেচ্ছা। আগামী দিনগুলো অনেক খুশিতে থেকো ও শারীরিক ভাবে সুস্থতায় কাটুক।'
গত দুই বছর কুম্বলের সঙ্গেই পঞ্জাব কিংস দলে রয়েছেন ওয়াসিম জাফর ( Wasim Jaffer)। তিনি লিখেছেন, 'অনিল ভাইকে জন্মদিনের অনেক অনেক শুভেচ্ছা। খুশিতে ভরে উঠুক তোমার জীবন। সুস্থ থেকো।'
(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)