Aakash Chopra On Wriddhiman Saha: `সাংবাদিক কথা বলছেন অপহরণকারীর মতো!`
এবার ঋদ্ধিমান সাহার পাশে আকাশ চোপড়া
নিজস্ব প্রতিবেদন: ঋদ্ধিমান সাহাকে (Wriddhiman Saha) 'হুমকি' দিয়ে তাঁর একান্ত সাক্ষাৎকার নেওয়ার চেষ্টা করা সাংবাদিককে এবার 'কিডন্যাপার' আখ্যা দিলেন প্রাক্তন ভারতীয় ওপেনার আকাশ চোপড়া (Aakash Chopra)। উইকেটকিপার-ব্যাটার ঋদ্ধিকে টেস্ট টিম থেকে ছেঁটে ফেলার আবহে সাংবাদিকের হুমকি টেক্সট আগুনে ঘি ঢেলেছে! ঋদ্ধির পাশে দাঁড়িয়েছেন ভারতীয় দলের প্রাক্তন মহারথীরা। বঙ্গজ ক্রিকেটারের সমর্থনে গর্জে উঠেছেন বীরেন্দ্র শেহওয়াগ থেকে হরভজন সিং হয়ে রবি শাস্ত্রী। ঋদ্ধির এই মেসেজ কাণ্ড খতিয়ে তদন্ত করে দেখতে বিসিসিআই তদন্তকারী সংস্থার দ্বারস্থ হচ্ছে।
আকাশ চোপড়া তাঁর ইউটিউব চ্যানেলে বলেন, "সাহাকে কোনও এক সাংবাদিক হুমকি দিয়েছে। সাহা বলেনি তিনি কে! আমি এই নিয়ে কোনও জল্পনা বাড়াতে চাই না। এমনিই গুজবের বাজার অত্যন্ত গরম। অনেকেই অনেক কিছু অনুমান করছেন। সে যে সাংবাদিকই হোক না কেন সে আসলে অপরহরণকারীর মতো কথা বলছে। সে বলেছে, এমন একজনকে বেছে নিতে যে সাহাকে সাহায্য করবে। তার মানে সেই সাংবাদিক হুমকি দিচ্ছে এবং তাকে বেছে না নিলে পরিণতি ভোগ করার কথাও বলছে। সে জানিয়েছে সে এটা মনে রাখবে। এটা পরিষ্কার হুমকি। কতটা ঔদ্ধত্য! কোথা থেকে এই সাহস আসে! সাংবাদিকের এটা করা উচিত হয়নি। নিজের কফিনে সে শেষ পেরেক পুঁতে দিয়েছে। এটা প্রকাশ্যে হুমকি। একজনের ইচ্ছার ওপর নির্ভর করবে, সে কার সঙ্গে কথা বলবে আর কার সঙ্গে বলবে না! সাংবাদিক বলার কে?" এখন দেখার এই জল কতদূর গড়ায়!
আরও পড়ুন: KL Rahul: ১১ বছরের শিশুর জন্য 'দেবদূত' হয়ে এলেন রাহুল! প্রাণ বাঁচালেন ৩১ লক্ষ টাকা দিয়ে
আরও পড়ুন: BCCI On Wriddhiman Saha: ঋদ্ধিকে সাংবাদিকের 'হুমকি'! তদন্তকারী সংস্থার দ্বারস্থ হচ্ছে বিসিসিআই