নিজস্ব প্রতিবেদন: মহেন্দ্র সিং ধোনির উত্তরসূরি কে হবেন? জল্পনা তুঙ্গে। লোকেশ রাহুল, সঞ্জু স্যামসন নাকি ঋষভ পন্থ? ধারাবাহিকভাবে কাকে দেখা যাবে, সাফ জানাচ্ছেন ক্যারিবিয়ান কিংবদন্তি ব্রায়ান লারা।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

কেএল রাহুল প্রসঙ্গে লারার মত, "ভারতীয় দলে খেলার ব্যাপারে কিপিং নিয়ে লোকেশ রাহুল ভাবেনা। ও যে পর্যায়ের ব্যাটসম্যান তাতে শুধু ব্যাটিংয়ের জন্যই টিমে আসবে। শুধু ব্যাটিং নিয়ে মনোযোগ দিলেই রাহুল টিমের জন্য প্রচুর রান করবে।"


 সঞ্জু স্যামসন প্রসঙ্গে লারা জানিয়েছেন, "ও ভালো ব্যাটসম্যান। সেটাতে মন দিতেই কিপিং করছে না। বোলারদের সামলানোর ক্ষমতা সঞ্জুর আছে।"


আর ঋষভ পন্থ সম্পর্কে লারার মত,  "এক বছর আগে আমি মনে করতাম। কিন্তু এখন ঋষভকে দেখে অনেকটাই ভালো লাগছে। আগের চেয়ে অনেকটাই পরিণত হয়েছে। শট নির্বাচনের দিকে নজর রাখছে। একটা বড় ইনিংস খেলার চেষ্টা করছে। এই ধারাবাহিকতা যদি বজায় রাখতে পারে, তাহলে ভবিষ্যতে এক নম্বর হবে।"



আরও পড়ুন - ধর্ষণের বিরুদ্ধে গর্জে উঠলেন শাকিব-মুশফিকুর-মাশরফিরা