নিজস্ব প্রতিবেদন: ইস্টবেঙ্গল (East Bengal) এবং বিনিয়োগকারী সংস্থা শ্রী সিমেন্টের (Shree Cement) মধ্যে চুক্তি জটিলতার মাঝেই ক্লাবের দায়িত্ব ছাড়লেন ইস্টবেঙ্গলের হেড অফ অপারেশনস প্রথম বসু (Pratham Basu)। ফেসবুকে দীর্ঘ পোস্ট দিয়ে রবিবার রাতে এই বার্তা জানান প্রথম।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

প্রথম তাঁর ফেসবুক পোস্টে ইস্টবেঙ্গল ক্লাব ও শ্রী সিমেন্টের কর্ণধার হরিমোহন বাঙুরকে ধন্যবাদ জানিয়েছেন, তাঁকে স্বাধীন ভাবে কাজ করার সুযোগ দেওয়ার জন্য। যদিও প্রথম খোলসা করে জানাননি ঠিক কী কারণে তিনি এই সিদ্ধান্ত নিলেন। প্রথম লিখেছেন যে, "দীর্ঘ যাত্রা হতে পারতো, কিন্তু দুর্ভাগ্যবশত কিছু অবাঞ্ছিত পরিস্থিতির কারণে যাত্রাটা স্বল্প সময়ের।" 



আরও পড়ুন: পরিস্থিতি এখন East Bengal বনাম Shree Cement! চূডা়ন্ত ডামাডোল অব্যাহত, ঠিক কী চলছে?



ইস্টবেঙ্গল এবং শ্রী সিমেন্টের মধ্যে ডামাডোল অব্যাহত। শেষ পাওয়া খবর অনুযায়ী ইস্টবেঙ্গল নাকি ফের একটা চিঠি পাঠিয়েছে শ্রী সিমেন্টকে। অন্যদিকে ইস্টবেঙ্গল কর্তা দেবব্রত সরকারের পদত্যাগের দাবিতে সোশ্যাল মিডিয়ায় ঝড় উঠেছে। লাল হলুদের সবেচেয়ে বড় ফ্যান গ্রুপ 'রিয়াল পাওয়ার' চাইছে নীতুর বিদায়। #NituOut হ্যাশট্যাগ ব্যবহার করে আন্দোলন আরও জোরাল করেছে দেড় লক্ষ সমর্থকের ফ্যান ক্লাব।