নিজস্ব প্রতিবেদন :  ২০০২ বিশ্বকাপের পর আবার গ্রুপ পর্ব থেকেই বিদায় ঘন্টা বাজছে আর্জেন্টিনার। ক্রোটদের কাছে মেসিদের এমন হারের পর বিশ্বজুড়ে ছড়িয়ে থাকা আর্জেন্তিনিয় ভক্তরা মুষড়ে পড়েছেন। প্রিয় দলের এমন হার মেনে নিতে পারেননি কেরলের এক যুবকও।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আরও পড়ুন- ক্রোয়েশিয়ার কাছে হারের পর তুমুল অশান্তি আর্জেন্টিনা শিবিরে


"ভালো থেকো মেসি, আমি চললাম"-নোট লিখে বাড়ি থেকে নিখোঁজ কেরলের কোট্টেয়ামের ডিনু অ্যালেক্স। অ্যালেক্সের পরিবারের তরফে জানা গেছে, ক্রোয়েশিয়ার তৃতীয় গোলটি হওয়ার পরেই কান্নায় ভেঙে পড়েন ৩০ বছর বয়সী অ্যালেক্স। এরপরই বাড়ি ছেড়ে বেরিয়ে যান আর্জেন্টিনার অন্ধভক্ত। দীর্ঘক্ষণ অ্যালেক্সকে দেখতে না পেয়ে বাড়ির লোক স্থানীয় থানায় নিখোঁজ ডায়েরি করে।


আরও পড়ুন- নেইমারকে আরও বেশি করে প্রয়োজন ব্রাজিলের : মারাদোনা


অ্যালেক্সের বাড়ির কাছেই মীনাচিল নদীতে তল্লাশি চালায় পুলিস। নদী ক্যানাল সহ নিকটবর্তী সব জায়গাতেই তল্লাশি চালাচ্ছে পুলিস। এখনও খোঁজ মেলেনি সেই যুবকের।