নিজস্ব প্রতিবেদন:  ভারত-পাকিস্তান কূটনৈতিক সম্পর্ক উঁচু তারে বাঁধা। কিন্তু ডনের দেশে ভারত-পাকিস্তান সৌজন্য ও পালটা সৌজন্যের এক নজিরবিহীন ছবি উঠে এল।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

এখন অস্ট্রেলিয়ায় সিরিজ খেলছে পাকিস্তান ক্রিকেট দল। ব্রিসবেনের গাব্বাতে টেস্ট চলাকালীন তিন পাক ক্রিকেটারকে হোটেল থেকে নিয়ে যান এক ভারতীয় ট্যাক্সি ড্রাইভার। এরপর পাকিস্তান ক্রিকেটারদের থেকে ভাড়া নিতে চাননি ওই ভারতীয় ট্যাক্সিচালক। পালটা সৌজন্য দেখিয়ে নৈশভোজে ওই ট্যাক্সি ড্রাইভারকে আমন্ত্রণ জানান পাক ক্রিকেটাররা।


 




অস্ট্রেলিয়ার ABC রেডিও চ্যানেলের প্রেজেন্টার অ্যালিসন মিচেল গোটা ঘটনাটি জানান অস্ট্রেলিয়ার প্রাক্তন পেসার মিচেল জনসনকে। তিনি বলেন,"তাঁকে গাব্বায় নিয়ে যাওয়ার পথে সেই ভারতীয় ট্যাক্সিচালক তাঁকে জানান, তিনি পাকিস্তানের শাহিন  আফ্রিদি, ইয়াসির শাহ, নাসিম খান সহ বেশ  কয়েকজন ক্রিকেটারকে ব্রিসবেনের হোটেল থেকে একটি রেস্তোরাঁয় নিয়ে যান। তাঁদের কাছ থেকে ভাড়া নেয়নি ওই ড্রাইভার। এরপর ওঁরা (পাক ক্রিকেটাররা) তাঁকে নৈশভোজে ডাকেন।"


 


আরও পড়ুন - সঞ্জু স্যামসন বাদ! সৌরভের কাছে নির্বাচক কমিটি বদলের দাবি জানালেন হরভজন