ব্যুরো:প্রথম আম্পায়ার হিসেবে আন্তর্জাতিক ম্যাচে হেলমেট পড়ে আম্পায়ারিং করে নজির গড়লেন জন ওয়ার্ড। ক্যানবেরাতে ভারত-অস্ট্রেলিয়া চতুর্থ একদিনের ম্যাচে হেলমেট পড়ে আম্পায়ারিং করেন তিনি। গতবছর ডিসেম্বর মাসে রঞ্জি ট্রফিতে আম্পায়ারিং করতে ভারতে এসে মাঠে মাথায় আঘাত পেয়েছিলেন ওয়ার্ড। বাড়তি সুরক্ষার জন্য তাই এদিন হেলমেট পড়ার সিদ্ধান্ত নেন।


আন্তর্জাতিক ক্রিকেটে প্রথম হেলমেট পড়ে আম্পায়ারিংয়ের নজির গড়লেন অস্ট্রেলিয়ার জন ওয়ার্ড। ক্যানবেরাতে ভারত-অস্ট্রেলিয়ার চতুর্থ একদিনের ম্যাচে মাথার সুরক্ষার জন্য ওয়ার্ড হেলমেট পড়ে আম্পায়ারিং করেন। উল্লেখ্য গতবছর ১ ডিসেম্বর রঞ্জি ট্রফিতে পঞ্জাব-তামিলনাড়ু ম্যাচে আম্পায়ারিং করতে ভারতে এসেছিলেন ওয়ার্ড। সেই ম্যাচে পঞ্জাবের বারিন্দার স্রনের একটি স্ট্রোক ওয়ার্ডের মাথায় লাগার পর মাঠে পড়ে গিয়েছিলেন তিনি। তাকে হাসপাতালে ভর্তি করতে হয়েছিল। দেশে ফিরে বেশ কিছুদিন বাড়িতে বিশ্রাম নিয়ে ফের মাঠে ফেরেন ওয়ার্ড। এই ঘটনার ঠিক দেড় মাস পর আন্তর্জাতিক ম্যাচে আম্পায়ারিং করতে নেমে তাই আর ঝুঁকি নেননি ওয়ার্ড। পুরোদস্তুর হেলমেট পরেই মাঠে নামেন তিনি।