------------------------------------------------------


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

শ্রীলঙ্কা-৩২০, ৫২/০। পাকিস্তান-৩৩২ (তৃতীয় দিনের খেলা চলছে)


ওয়েব ডেস্ক: কলম্বোয় পাকিস্তানের বিরুদ্ধে দ্বিতীয় টেস্টের প্রথম ইনিংসে ৯ উইকেট নিয়ে দুরন্ত নজির গড়লেন শ্রীলঙ্কার স্পিনার রঙ্গনা হেরাথ। টেস্ট ক্রিকেটে প্রথম বাঁ হাতি বোলার হিসাবে এক ইনিংসে ৯টা উইকেট পেলেন হেরাথ। ওপেনার আহমেদ সেহেজাদ ছাড়া পাকিস্তানের সব উইকেট তুলে নিলেন হেরাথ। চিরস্মরণীয় টেস্টে প্রথম ইনিংসে হেরাথের বোলিংয়ের হিসাব দাঁড়াল, ৩৩.১ ওভার বল করে ৩টি মেডেন নিয়ে ১২৭ রান খরচ করে ৯টি উইকেট। পাক ইনিংসের বাকি উইকেট তুলে নিলেন বিলুরওয়ান পেরেরা। জয়বর্ধনের শেষ ম্যাচে হেরাথের এই স্পেল টেস্ট ক্রিকেটের এক ইনিংসে শ্রীলঙ্কার পক্ষে তৃতীয় সেরা।


এর আগের দু'বারই ইনিংসে ৯ উইকেট পান মুত্তিয়া মুরলীধরন। ১৯৯৮ সালে ইংল্যান্ডের বিরুদ্ধে দ্বিতীয় ইনিংসে ওভালে ৬৫ রান দিয়ে ৯ উইকেট নিয়েছিলেন মুরলী। এরপর ২০০২ সালে ক্যান্ডিতে জিম্বাবোয়ের বিরুদ্ধে ৫১ রান দিয়ে ৯ উইকেট পেয়েছিলেন তিনি। টেস্ট ক্রিকেটের ইতিহাসে এক ইনিংসে ৯ বা তার বেশি উইকেট পাওয়া হেরাথ হলেন ১৮ তম বোলার।


হেরাথের দুরন্ত বোলিংয়ের জন্য কিছুটা হলেও ঢাকা পড়ল সারফরজ আহমেদ শতরান। সারফরজের দুরন্ত শতরানের পরেও পাকিস্তান প্রথম ইনিংসে মাত্র ১২ রানের লিড পেল। প্রথম ইনিংসে শ্রীলঙ্কা করেছিল ৩২০ রান। জবাবে প্রথম ইনিংসে পাকিস্তান অল আউট হয়ে যায় ৩৩২ রানে। তৃতীয় দিনের খেলা চলছে। শ্রীলঙ্কা দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে শুরুটা ভালই করেছে।