নিজস্ব প্রতিবেদন: করোনাভাইরাসের কারণে গোটা বিশ্বজুড়ে হাহাকার। লকডাউনের মাঝেই ভারতেও প্রতিদিন বেড়ে চলেছে করোনা আক্রান্তের সংখ্যা। বিপদের দিনে দেশের মানুষের পাশেই দাঁড়ালেন বিরাট কোহলি-অনুষ্কা শর্মা। প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল এবং মুখ্যমন্ত্রীর (মহারাষ্ট্র) ত্রাণ তহবিলে আর্থিক অনুদান তুলে দিলেন ক্রিক-বলি জুটি।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING


স্ত্রী অনুষ্কাকে সঙ্গে নিয়েই করোনাভাইরাসের বিরুদ্ধে শুরু থেকেই সচেতনতার বার্তা দিয়ে চলেছেন ভারত অধিনায়ক বিরাট কোহলি। PM-CARES ফান্ডে সাহায্যের জন্যও আবেদন জানান তাঁরা। "PM-CARES ফান্ড এবং চিফ মিনিস্টার রিলিফ ফান্ডে (মহারাষ্ট্র) সাহায্য করুন। মানুষের কষ্ট দেখে আমাদের হৃদয় ভেঙেছে।" এই আবেদন জানান তাঁরা।  



বিরাট কোহলি এবং অনুষ্কা শর্মাও প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল এবং মুখ্যমন্ত্রীর (মহারাষ্ট্র) ত্রাণ তহবিলে আর্থিক অনুদান তুলে দিয়েছেন। খোলসা করে টাকার অঙ্ক না বললেও, সূত্র মারফত্ খবর দুজনে মিলে তিন কোটি টাকা করোনা মোকাবিলায় অনুদান দিয়েছেন।


আরও পড়ুন - লকডাউনে সিকিমে আটকে বাংলার শ্রমিকরা, নিজের বাড়িতেই আশ্রয় দিলেন বাইচুং