লকডাউনে সিকিমে আটকে বাংলার শ্রমিকরা, নিজের বাড়িতেই আশ্রয় দিলেন বাইচুং

এই মুহুর্তে শিলিগুড়িতে রয়েছেন পাহাড়ি বিছে। তা সত্বেও বাইচুংয়ের কাছে খবর পৌঁছতেই উদ্যোগী হন তিনি।

Updated By: Mar 30, 2020, 06:15 PM IST
লকডাউনে সিকিমে আটকে বাংলার শ্রমিকরা, নিজের বাড়িতেই আশ্রয় দিলেন বাইচুং

নিজস্ব প্রতিবেদন :সীমান্ত বন্ধ। বাংলা-সিকিম সীমান্তে আটকে বহু দিনমজুর। এই অবস্থায় সাহায্যের হাত বাড়িয়ে দিলেন প্রাক্তন ভারত অধিনায়ক বাইচুং ভুটিয়া। মারণ ভাইরাসকে আটকাতে দেশ জুড়ে ২১ দিনের লকডাউন চলছে। এই অবস্থায় সিকিমে কাজ করতে গিয়ে আটকে পড়েছেন বাংলা আর বিহারের শ্রমিকরা। তাদের থাকার ব্যবস্থা করলেন স্বয়ং বাইচুং।

এই মুহুর্তে শিলিগুড়িতে রয়েছেন পাহাড়ি বিছে। তা সত্বেও বাইচুংয়ের কাছে খবর পৌঁছতেই উদ্যোগী হন তিনি। সিকিমে আটকে পড়া শ্রমিকদের গ্যাংটকে নিজের বাড়িতেই থাকার ব্যবস্থা করছেন জাতীয় দলের প্রাক্তন অধিনায়ক। এমনকি শ্রমিকদের খাবার ব্যবস্থাও করা হচ্ছে। ভিনরাজ্যের শ্রমিকদের যাতে কোনও অসুবিধা না হয়,তার তদারকি করার দায়িত্বে বাইচুংয়ের ক্লাব ইউনাইটেডের সিকিমের কর্তারা।

আরও পড়ুন - বিশ্বজুড়ে করনো আতঙ্কের মধ্যেই সামনে এল টোকিও অলিম্পিকের নতুন দিনক্ষণ

.