নিজস্ব প্রতিবেদন- আর মাত্র কয়েকদিনের অপেক্ষা। তার পরই ক্রিকেটপ্রেমীদের সুদিন। ১৯ সেপ্টেম্বর থেকে শুরু হচ্ছে আইপিএল। ১৩তম আইপিএলে কলকাতা দলে এবার কমবয়সী ক্রিকেটারদের সংখ্যা বেশি। দুবারের চ্যাম্পিয়ন কলকাতার ক্যাপ্টেন দীনেশ কার্তিকের ক্যাপ্টন্সি এবার আতস কাঁচের নিচে। কলকাতা এবার ভাল কিছু করতে না পারলে তাঁকে হয়তো ক্যাপ্টেন্সি থেকে সরতে হবে। তবে এবার আইপিএলের নিলামে সব থেকে বেশি দর হাঁকিয়ে অজি পেসার প্যাট কামিন্সকে দলে নিয়েছে কেকেআর। তার উপর কলকাতার সমর্থকদের নয়নের মণি আন্দ্রে রাসেল রয়েছেন। সব মিলিয়ে কলকাতার পাল্লা কিন্তু ভারি। আসুন দেখে নেওয়া যাক এবার আইপিএলে কলকাতার ম্যাচের সূচি-


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আরও পড়ুন-  IPL-এ এক বোলারের জন্য ৫ ওভার! সৌরভকে প্রস্তাব ওয়ার্নের


 


২৩ সেপ্টেম্বর (বুধবার)- কলকাতা বনাম মুম্বই


২৬ সেপ্টেম্বর (শনিবার)- কলকাতা বনাম হায়দরাবাদ


৩০ সেপ্টেম্বর (বুধবার) -রাজস্থান বনাম কলকাতা


৩ অক্টোবর (শনিবার) - দিল্লি বনাম কলকাতা


৭ অক্টোবর (বুধবার) - চেন্নাই বনাম কলকাতা


১০ অক্টোবর (শনিবার) - পাঞ্জাব বনাম কলকাতা


১২ অক্টোবর (সোমবার) - বেঙ্গালুরু বনাম কলকাতা


১৬ অক্টোবর (শুক্রবার) - মু্ম্বই বনাম কলকাতা


১৮ অক্টোবর (রবিবার) - কলকাতা বনাম হায়দরাবাদ


২১ অক্টোবর (বুধবার) - বেঙ্গালুরু বনাম কলকাতা


২৪ অক্টোবর (শনিবার) - দিল্লি বনাম কলকাতা


২৬ অক্টোবর (সোমবার) - পাঞ্জাব বনাম কলকাতা


২৯ অক্টোবর (বৃহস্পতিবার) - চেন্নাই বনাম কলকাতা


১লা নভেম্বর (রবিবার) - রাজস্থান বনাম কলকাতা।