ভারত, নিউজিল্যান্ড মুখোমুখিতে এক ইনিংসে বেশি রানের রেকর্ড বেশি কার?
১৬ তারিখ থেকে শুরু হয়ে যাচ্ছে ভারত বনাম নিউজিল্যান্ড একদিনের ম্যাচের সিরিজ। এর আগে তিন টেস্টের সিরিজে ভারতের কাছে প্রায় মুথ থুবড়ে পড়েছে নিউজিল্যান্ড। তিন টেস্টেই পর্যুদস্ত হয়ে হেরেছে কিউয়িরা। কিন্তু একদিনের ম্যাচ মানেই অন্য ধরনের ক্রিকেট। বেশ কিছু নতুন ক্রিকেটার দুই দলেই থাকবেন এই সিরিজে। তাই একদিনের ক্রিকেট সিরিজ অন্যরকম হবে এমনটাই আশা করা যায়। সিরিজ শুরুর আগে তাই জেনে নিন কিছু তথ্য। যেগুলো জেনে খেলা দেখতে বসলে, আপনার আরও আরও ভালো লাগবে।
ওয়েব ডেস্ক: ১৬ তারিখ থেকে শুরু হয়ে যাচ্ছে ভারত বনাম নিউজিল্যান্ড একদিনের ম্যাচের সিরিজ। এর আগে তিন টেস্টের সিরিজে ভারতের কাছে প্রায় মুথ থুবড়ে পড়েছে নিউজিল্যান্ড। তিন টেস্টেই পর্যুদস্ত হয়ে হেরেছে কিউয়িরা। কিন্তু একদিনের ম্যাচ মানেই অন্য ধরনের ক্রিকেট। বেশ কিছু নতুন ক্রিকেটার দুই দলেই থাকবেন এই সিরিজে। তাই একদিনের ক্রিকেট সিরিজ অন্যরকম হবে এমনটাই আশা করা যায়। সিরিজ শুরুর আগে তাই জেনে নিন কিছু তথ্য। যেগুলো জেনে খেলা দেখতে বসলে, আপনার আরও আরও ভালো লাগবে।
আরও পড়ুন সচিন-দীপা নিজেরা 'ভুল' করে সবাইকে আবারও শেখালেন, উপহার দেওয়ার নিয়ম
দুই দলের মুখোমুখি লড়াইতে এক ইনিংসে বেশি রানের রেকর্ড বেশিরভাগেরই ভারতের। সবথেকে বেশি রানের ইনিংসের দিকে চোখ বোলালে প্রথম তিনটেই করা ভারতের। পরের দুটো নিউজিল্যান্ডের। এক ঝলকে দেখেই নিন পরিসংখ্যানগুলো।
১) ২০০৯ এর ৮ মার্চ ভারত করেছিল ৫০ ওভারে ৩৯২/৪
২) ১৯৯৯ এর ৮ নভেম্বর ভারত করেছিল ৫০ ওভারে ৩৭৬/২
৩) ২০০৩ এর ১৫ নভেম্বর ভারত করেছিল ৫০ ওভারে ৩৫৩/৫
৪) ১৯৯৯ এর ৫ নভেম্বর নিউজিল্যান্ড করেছিল ৫০ ওভারে ৩৪৯/৯
৫) ১৯৯৫ এর ২৬ নভেম্বর নিউজিল্যান্ড করেছিল ৫০ ওভারে ৩৪৮/৮
আরও পড়ুন নিউজিল্যান্ডের বিরুদ্ধে একদিনের ম্যাচ কবে, কোথায় জানুন