নিজস্ব প্রতিবেদন: বন্যায় বিপর্যস্ত অসম। বন্যাত্রাণে নিজের এক মাসের বেতনের অর্ধেক দান করলেন হিমা দাস। বর্তমানে প্রতিযোগিতামূলক মিট ও প্রশিক্ষণের ইউরোপে রয়েছেন স্প্রিন্টার। মঙ্গলবার অসমের মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিলে অর্থ দান করেন হিমা। গত দু'সপ্তাহে তিনটি সোনা জিতেছেন অসমের তরুণী।       


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

ইন্ডিয়ান ওয়েল কর্পোরেশনে এইচআর অফিসার হিসেবে কাজ করেন হিমা। ওই সংস্থা থেকে যে বেতন পান, তার অর্ধেক দান করেছেন স্প্রিন্টার। টুইটারে তিনি লিখেছেন,'অসমের বন্যা পরিস্থিতি ক্রমশ অবনতির পথে। ৩৩টির মধ্যে ৩০টি জেলাই বানভাসি। বড় বড় কর্পোরেট সংস্থা ও অন্যান্যদের এগিয়ে আসতে অনুরোধ করছি'।     



অসমের বন্যায় এখনও পর্যন্ত মৃত্যু হয়েছে কমপক্ষে ১৫ জনের। লক্ষাধিক মানুষ ঘরছাড়া। কাজিরাঙা জাতীয় উদ্যানের ৯০ শতাংশ এলাকাই জলের তলায়।  


গত ২ জুলাই পোল্যান্ডে পোজনান গ্রা পিঁতে সোনা জিতেছিলেন হিমা দাস। পরে ৮ জুলাই পোল্যান্ডে কুতনো মিটেও আসে সোনা। চেক প্রজাতন্ত্রে ক্লাদনো মেমোরিয়াল অ্যাথলেটিক্স মিটেও স্বর্ণপদক জেতেন অসমের সোনার মেয়ে।


আরও পড়ুন- সচিনের বিশ্বকাপ একাদশে বিরাট, নেই ধোনি