সচিনের বিশ্বকাপ একাদশে বিরাট, নেই ধোনি

সচিনের বিশ্বকাপ দলে রয়েছেন পাঁচ ভারতীয়।

Updated By: Jul 16, 2019, 05:39 PM IST
সচিনের বিশ্বকাপ একাদশে বিরাট, নেই ধোনি

নিজস্ব প্রতিবেদন :  আইসিসি-র বিশ্বকাপ একাদশে জায়গা না পেলেও সচিন তেন্ডুলকরের বিশ্বকাপ একাদশে জায়গা পেলেন ভারত অধিনায়ক বিরাট কোহলি। বিশ্বকাপ শেষে সোমবারই সেরা একাদশ বাছাই করে নিয়েছে আইসিসি। সেই দলে জায়গা হয়নি বিরাটের। তবে সচিনের দলে অবশ্য চার নম্বরে থাকছেন কিং কোহলি। মাস্টার ব্লাস্টারের দলে অবশ্য জায়গা হয়নি মহেন্দ্র সিং ধোনির। আইসিসি-র বিশ্বকাপ একাদশেও জায়গা হয়নি মাহির।

সচিনের বিশ্বকাপ দলে রয়েছেন পাঁচ ভারতীয়।  ওপেনার হিসেবে রয়েছেন, ইংল্যান্ডে বিশ্বকাপে সর্বোচ্চ রান করা রোহিত শর্মা আর ইংল্যান্ডের ওপেনার জনি বেয়ারস্টো। উইকেটকিপিংয়ের ভূমিকাতেও বেয়ারস্টোকে রেখেছেন মাস্টার ব্লাস্টার। তিন নম্বরের জন্য সচিন বেছে নিয়েছেন বিশ্বকাপের সেরা ক্রিকেটার কেন উইলিয়ামসন। কিউই অধিনায়কই দলের অধিনায়কত্ব সামলাবেন। চার নম্বরে বিরাট কোহলি।অলরাউন্ডার হিসেবে সচিনের বিশ্বকাপ একাদশে জায়গা পেয়েছেন ফাইনালে দুরন্ত ব্যাট করা ইংল্যান্ডের বেন স্টোকস, বাংলাদেশের সাকিব আল হাসান ও হার্দিক পাণ্ডিয়া। বিশ্বকাপে মাত্র দুটো ম্যাচ খেললেও সচিনের দলে জায়গা পেয়েছেন রবীন্দ্র জাদেজা। তিন বোলার হিসেবে মাস্টারের একাদশে জায়গা করে নিয়েছেন অস্ট্রেলিয়ার মিচেল স্টার্ক, ইংল্যান্ডের জোফ্রা আর্চার এবং ভারতের জশপ্রীত বুমরাহ।

একনজরে সচিনের বিশ্বকাপ ২০১৯ একাদশ -
রোহিত শর্মা
জনি বেয়ারস্টো (উইকেটকিপার)
কেন উইলিয়ামসন (অধিনায়ক)
বিরাট কোহলি
বেন স্টোকস
সাকিব আল হাসান
হার্দিক পাণ্ডিয়া
রবীন্দ্র জাদেজা
মিচেল স্টার্ক
জোফ্রা আর্চার
জশপ্রীত বুমরাহ

আরও পড়ুন - বাউন্ডারির বিচারে বিশ্বকাপ জয় ইংল্যান্ডের! আইসিসির 'অদ্ভুত' নিয়মকে খোঁচা বিগ বি-র

.