নিজস্ব প্রতিবেদন: বছর তিনেক আগে সই করেও খেলা হয়নি তাঁর। ফের ইস্টবেঙ্গলে হীরা মণ্ডল (Hira Mondal)। এক বছরের চুক্তিতে লাল-হলুদে যোগ দিলেন বাঙালি লেফট-ব্যাক। হীরার আগমনী বার্তা দেওয়ার সঙ্গেই ইস্টবেঙ্গল জানিয়ে দিল যে, ক্লাবে থেকে যাচ্ছেন ডিফেন্ডার রাজু গায়কোয়াড় (Raju Gaikwad)। আরও এক বছরের জন্য তাঁর সঙ্গে চুক্তি নবীকরণ হল ক্লাবের। এই মরসুমের শেষ পর্যন্ত থাকবেন রক্ষণের পাহাড়।




COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আরও পড়ুন: FIFA World Cup Qualifiers: জিতল ব্রাজিল-আর্জেন্টিনা, ইটালির রেকর্ড ও স্পেনের লজ্জা!


বিনিয়োগকারী সংস্থা শ্রী সিমেন্ট ও ইস্টবেঙ্গলের চুক্তিজট মিটতেই হীরাকে নেওয়ার জন্য ঝাঁপিয়েছিল ইস্টবেঙ্গল। মহামেডান স্পোর্টিংয়ের হয়ে আই লিগে নজরকাড়া ফুটবলার খেলেছিলেন হীরা। তাঁকে শেষ পর্যন্ত দলে নিয়ে নিল লাল-হলুদ।  এর আগে ইস্টবেঙ্গল অমরজিত সিং কিয়াম, শুভ ঘোষ, আদিল খান, জ্যাকিচাঁদ সিং ও রোমিও ফার্নান্ডেজকে দলে নিয়েছে। রাজু গায়কোয়াড়ের সঙ্গেও ইস্টবেঙ্গলের চুক্তি চূড়ান্ত হওয়ার পথেই ছিল। এবার সম্ভবত ইস্টবেঙ্গলের টার্গেট সোংপু সিনসিট।


(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)