নিজস্ব প্রতিবেদন : মরু শহরে নীল ঝড়। আরব দেশে জয় দিয়ে এএফসি এশিয়ান কাপে অভিযান শুরু করল ভারতীয় ফুটবল দল। আবুধাবিতে চাক দে ইন্ডিয়া! এশিয়ান কাপে গ্রুপের প্রথম ম্যাচেই থাইল্যান্ডকে ৪-১ গোলে হারাল ব্লু ব্রিগেড। জোড়া গোল করলেন সুনীল ছেত্রী। এশিয়ান কাপের ইতিহাসে ভারতের সবচেয়ে বড় ব্যবধানে জয় এটাই।



COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

এশিয়ান কাপে ৫৪ বছর পর আবার জয়ের মুখ দেখল ভারতীয় ফুটবল দল। শেষবার ১৯৬৪ সালে হংকংকে হারিয়েছিল ভারত। তারপর এশিয়ান কাপের আসরে আবার রবিবার থাইল্যান্ডকে হারাল তারা। ম্যাচের ২৭ মিনিটেই পেনাল্টি থেকে ভারতকে এগিয়ে দেন সুনীল ছেত্রী। তবে ভারতের এই আনন্দ অবশ্য বেশিক্ষণ স্থায়ী হয়নি। মিনিট পাঁচেক পরেই তেরেসাল দাঙ্গাদা গোল করে সমতায় ফেরান থাইল্যান্ডকে। বিরতিতে স্কোরলাইন ১-১।  বিরতির পর খেলা শুরু হতেই সুনীলের গোলে স্কোরলাইন ২-১ হয়ে যায়। ৬৮ মিনিটে অনিরুদ্ধ থাপার গোলে ফের এগিয়ে যায় ভারতীয় দল। পরিবর্ত হিসেবে নেমে ৮০ মিনিটে গোল করে স্কোরলাইন ৪-১ করেন জেজে। শেষ পর্যন্ত ৪-১ গোলে জয় পেল স্টিফেন কনস্টানটাইনের দল।



শেষ বার ভারত, থাইল্যান্ডকে হারিয়েছিল ১৯৮৬ সালে কুয়ালালামপুরে মারডেকা কাপে। ৩২ বছর পর আবার থাইল্যান্ডকে হারাল ভারতীয় ফুটবল দল। ১৯৮৬ সালে এবং ২০১১ সালে এশিয়ান কাপের গ্রুপ পর্ব থেকেই ছিটকে গিয়েছিল ভারত। এবার সেখানে জয় দিয়ে অভিযান শুরু করেছে ভারত। এই ম্যাচে জয়ের ফলে নকআউট পর্বে ভারতের সম্ভবনা উজ্জ্বল হল।


আরও পড়ুন - ঘরের মাঠে রিয়াল কাশ্মীরের কাছে হার, পদত্যাগ করলেন মোহনবাগান কোচ শঙ্করলাল