ওয়েব ডেস্ক: বেশ কিছু দলের কোচ ও ফুটবলারের আপত্তি সত্তেও ২০২০-র ইউরো কাপও চব্বিশটা দেশকে নিয়ে হবে। জানিয়ে দিল উয়েফা। এবারের ইউরোয় প্রথমবার চবিবশটা দেশ অংশগ্রহন করেছে। যার ফলে ফর্ম্যাট বদলাতেও বাধ্য হন উয়েফার কর্তারা। ম্যাচও বেশি হয়।তবে ফর্ম্যাট বদলের পর ইউরোয় তারা রেকর্ড অর্থ লাভ করেছে বলে জানিয়েছে উয়েফা।  


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আরও পড়ুন এই মুহূর্তে বিশ্বের সেরা ৭ ফুটবলার যাঁরা ৭ নম্বর জার্সি পরে খেলেন


জার্মানি দলের কোচ জোয়াকিম ও তারকা ডিফেন্ডার ম্যাট হামেলস বেশি দল হয়ে যাওয়ার বিরুদ্ধে মুখ খুলেছিলেন। দল বৃদ্ধির ফলে ফুটবল ক্ষতিগ্রস্থ  হয়েছে বলে জানিয়েছেন লো। উয়েফা অবশ্য নিজেদের সিদ্ধান্তেই অনড় থাকছে।


আরও পড়ুন  সলমন এবং আমির খানকে সুশীল সমাজের গুরুত্বপূর্ণ প্রশ্ন