নিজস্ব প্রতিবেদন: যেখান থেকে তাঁর মহাতারকা হওয়ার পথ চলা শুরু হয়েছিল, সেই ম্যাঞ্চেস্টার ইউনাটেডেই এক যুগ পর ফিরে এসেছেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো (Cristiano Ronaldo)। সিআর সেভেন নিজেও বলছেন, "আই অ্যাম অ্যাট হোম।" ফের একবার ম্যান ইউয়ের হয়ে খেলবেন সিআর সেভেন।



COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

সোলসারের সংসারের মহাতারকা গায়ে চাপিয়েও নিয়েছেন নতুন জার্সি। ওল্ড ট্র্যাফোর্ডের ফ্যানেরা মুখিয়ে আছেন তাঁর মাঠে নামার জন্য। রাত পোহালেই সেই মাহেন্দ্রক্ষণ। শনিবার সন্ধ্যায়  ওল্ড ট্র্যাফোর্ড দেখবে রোনাল্ডোর 'দ্বিতীয় অভিষেক'। এই প্রতিবেদনে রইল কখন আর কোথায় দেখবেন ম্যাচ?



ওল্ড ট্র্যাফোর্ডে রোনাল্ডোর 'দ্বিতীয় অভিষেক' কবে?
ওল্ড ট্র্যাফোর্ডে রোনাল্ডোর 'দ্বিতীয় অভিষেক' ১১ সেপ্টেম্বর, শনিবার অর্থাৎ আগামিকাল।


ওল্ড ট্র্যাফোর্ডে রোনাল্ডোর 'দ্বিতীয় অভিষেক' কখন?
ভারতীয় সময়ে সন্ধ্যা ৭টা ৩০ মিনিটে ওল্ড ট্র্যাফোর্ডে রোনাল্ডোর 'দ্বিতীয় অভিষেক' 


ওল্ড ট্র্যাফোর্ডে রোনাল্ডোর 'দ্বিতীয় অভিষেক' কোন কোন চ্যানেলে দেখা যাবে?
ওল্ড ট্র্যাফোর্ডে রোনাল্ডোর 'দ্বিতীয় অভিষেক' দেখা যাবে Star Sports ও Star Sports Select চ্যানেলে


ওল্ড ট্র্যাফোর্ডে রোনাল্ডোর 'দ্বিতীয় অভিষেক' অনলাইনে কোথায় স্ট্রিম করে দেখা যাবে?
ওল্ড ট্র্যাফোর্ডে রোনাল্ডোর 'দ্বিতীয় অভিষেক' অনলাইনে  Hotstar VIP ও JioTV তে দেখা যাবে


পাঁচবারের ব্যালন ডি'অর জয়ী রোনাল্ডো ২০০৩-২০০৯ পর্যন্ত ম্যাঞ্চেস্টারে খেলেছেন। তিনটি প্রিমিয়র লিগ, একটি এফএ কাপ ও চ্যাম্পিয়ন্স লিগ জিতেছেন। এখন দেখার এক যুগ পর রোনাল্ডো নতুন কী ম্যাজিক দেখাতে পারে!


(Zee 24 Ghanta App : দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)