নিজস্ব প্রতিনিধি: আগামিকাল ২০২২ বিশ্বকাপ যোগ্যতা অর্জন পর্বের ( FIFA World Cup Qualifiers 2022) গ্রুপ ই-র ম্যাচে মুখোমুখি ভারত-বাংলাদেশ। (India vs Bangladesh)। সুনীল ছেত্রী (Sunil Chhetri) বনাম জামাল ভুঁইয়ার লড়াই। দুই দেশের মধ্যেই এই ম্যাচ ঘিরে রীতিমতো উত্তেজনা রয়েছে।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

গত বৃহস্পতিবার ইগর স্টিম্যাচের (Igor Stimac) শিষ্যরা ফের যোগ্যতা অর্জন পর্বের অভিযান শুরু করেছিলেন। এশিয়ার সর্বশক্তিমান দল কাতারের বিরুদ্ধে মুখোমুখি হয়েছিল সুনীলরা। শুরুতেই রাহুল ভেকে লাল কার্ড দেখায় ১০ জনের ভারত লড়েছিল কাতারের বিরুদ্ধে। আব্দেল আজিজ হাতিমের গোলে লিগ টেবিলের ফার্স্ট বয় কাতার ১-০ ম্যাচ জিতেছিল। তে-কাঠির নীচে ফের একবার সিংহ হৃদয়ের প্রমাণ দিয়েছিলেন গুরপ্রীত সিং সান্ধু। গত ম্যাচে করোনা কারণে অনিরুদ্ধ থাপা খেলতে পারেননি। কিন্তু তারকা মিডফিল্ডার এদিন ট্রেনিং করেছেন।



ভারতের ২০২২ ফিফা বিশ্বকাপে খেলার আশা অনেক আগেই শেষ হয়ে গিয়েছে। কিন্তু সুনীল অ্যান্ড কোংয়ের সামনে এখনও সুযোগ রয়েছে ২০২৩ সালে অনুষ্ঠিত এএফসি এশিয়ান কাপের (2023 AFC Asian Cup) টিকিট সংরক্ষণ করার। ভারত যদি বাংলাদেশ ও আফগানিস্তানকে হারাতে পারে, তাহলে ভারতের তিন নম্বর স্থানটা নিশ্চিত। সেক্ষেত্রে এশিয়ানের রাস্তা খুলে যাবে।


আরও পড়ুন; AFC Asian Qualifiers 2023: ভারত কীভাবে এশিয়ান কাপের আসন সংরক্ষণ করতে পারে? রইল সমীকরণ



কবে ভারত বনাম বাংলাদেশ বিশ্বকাপ যোগ্যতা অর্জন পর্বের ম্যাচ খেলা হবে?
ভারত বনাম বাংলাদেশ বিশ্বকাপ যোগ্যতা অর্জন পর্বের ম্যাচ ৭ জুন


কোথায় ভারত বনাম বাংলাদেশ বিশ্বকাপ যোগ্যতা অর্জন পর্বের ম্যাচ খেলা হবে?
ভারত বনাম বাংলাদেশ বিশ্বকাপ যোগ্যতা অর্জন পর্বের ম্যাচ হবে দোহার জাসিম বিন হামিদ স্টেডিয়ামে।


কখন ভারত বনাম বাংলাদেশ বিশ্বকাপ যোগ্যতা অর্জন পর্বের ম্যাচ খেলা হবে?
ভারত বনাম বাংলাদেশ বিশ্বকাপ যোগ্যতা অর্জন পর্বের ম্যাচ শুরু হবে ভারতীয় সময় সন্ধ্যা সাড়ে সাতটায়


টিভি-তে কোন কোন চ্যানেলে ভারত বনাম বাংলাদেশ বিশ্বকাপ যোগ্যতা অর্জন পর্বের ম্যাচ দেখা যাবে?
টিভিতে ভারত বনাম বাংলাদেশের বিশ্বকাপ যোগ্যতা অর্জন পর্বের ম্যাচ দেখা যাবে স্টার স্পোর্টস টু, স্টার স্পোর্টস টু এইচডি (Star Sports 2/ Star Sports 2 HD), স্টার স্পোর্টস ওয়ান হিন্দি/ স্টার স্পোর্টস ওয়ান হিন্দি এইচডি (Star Sports 1 Hindi/ Star Sports 1 Hindi), স্টার স্পোর্টস থ্রি (Star Sports 3)।


ভারত বনাম বাংলাদেশ বিশ্বকাপ যোগ্যতা অর্জন পর্বের ম্যাচ কি অনলাইনে দেখা যাবে?
ভারত বনাম বাংলাদেশের বিশ্বকাপ যোগ্যতা অর্জন পর্বের ম্যাচ অনলাইনে হটস্টারডটকম-এ (hotstar.com) দেখা যাবে।


(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)