নিজস্ব প্রতিবেদন : দল গুছিয়ে ফেলেছে প্রায় প্রতিটি দল। তবে আইপিএলের নিলামে স্পটলাইট ছিল কলকাতার উপর। আইপিএলের ইতিহাসে সব থেকে বেশি দাম দিয়ে অজি পেসারকে দলে নিয়েছে কেকেআর ম্যানেজমেন্ট। কলকাতায় আইপিএলের নিলামে সাড়ে ১৫ কোটি টাকায় অজি পেসার প্যাট কামিন্সকে দলে নিয়েছে কলকাতা। পাঁচ কোটি ২৫ লাখ টাকায় ইংল্যান্ডের অধিনায়ক ইয়ন মরগ্যানকেও দলে নিয়ে শাহরুখ খানের দল। 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

IPL Trade Window-তে এবার ১১জন ক্রিকেটারকে রিলিজ করেছি কেকেআর। রবীন উথাপ্পা, পীযূশ চাওলা, কার্লোস ব্রেথওয়েট, ক্রিস লিন, জো ডেনলি, কেসি কারিয়াপ্পা, মেট কেলি, নিখিল নায়েক, পৃথ্বী রাজ, শ্রীকান্ত মুন্ধে, এনরিক নোর্তজোর মতো ক্রিকেটারদের রিলিজ করেছিল কলকাতা। এদিকে আইপিএল নিলামে গতকাল নজন ক্রিকেটারকে দলে নিয়েছে কলকাতা। অর্থাত্ ২৩ জনের স্কোয়াড এবার তৈরি। আসুন দেখে নেওয়া যাক- 


আরও পড়ুন-  ১৩ বার নাম লিখিয়েছেন আইপিএলে, একবারও দল পাননি বাংলাদেশের মুশফিকুর


এই বছরই ইংল্যান্ডের বিশ্বকাপজয়ী দলের অধিনায়ক ছিলেন ইয়ন মরগ্যান। ইনি এবার কেকেআর দলের অন্যতম ক্রিকেটার। নিখিল নায়েককে রিলিজ করার পর ফের কিনেছে কেকেআর। এদিকে, কেকেআর কোচ ব্রেন্ডন ম্যাকুলাম জানিয়েছেন, তাঁর দলের কোচ দীনেশ কার্তিকই থাকছেন। কেকআরের স্কোয়াড- দীনেশ কার্তিক (ক্যাপ্টেন), নীতিশ রানা, রিঙ্কু সিং, শুভমান গিল, আন্দ্রে রাসেল, সুনীল নারিন, সিদ্ধেশ লাড, হ্যারি গার্নে, কুলদীপ যাদব, শিভম মাভি, প্রসিদ্ধ কৃষ্ণা, সন্দীপ ওয়ারিয়র, লকি ফার্গুসন, কমলেশ নাগরকোটি, প্যাট কামিন্স, ইয়ন মরগ্যান, বরুণ চক্রবর্তী, টম বেন্টন, রাহুল ত্রিপাঠি, প্রবীণ তাম্বে, এম সিদ্ধার্থ, ক্রিস গ্রিন, নিখিল নায়েক।