COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

ওয়েব ডেস্ক: বার বার ফিরে আসছে ফিল হিউজের স্মৃতি। নভেম্বরের এক অভিশপ্ত সকাল জীবন কেড়ে নিয়েছিল অস্ট্রেলিয়ার উদীয়মান ক্রিকেটার ফিল হিউজের। শন অ্যাবটের ঘাতক বল, প্রথমে ২২ গজেই লুটিয়ে পড়েছিলেন, তারপর হাসপাতালের হিমশীতল ঘরে চির তরে ক্রিকেটকে বিদায় জানিয়েছিলেন ফিল। তখনও স্কোর বোর্ডে ফিলের নামের পাশে লেখা ৬৩*, অপরাজিত। ২৭ নভেম্বর, ২০১৪ সালের এই ঘটনা গোটা ক্রিকেট বিশ্বকে নাড়িয়ে দিয়েছিল। কেটে গিয়েছে বছর ২। তবে নভেম্বর এলেই ফিলকে জেনো আরও বেশি করে 'ফিল' (অনুভব) করে ক্রিকেট। রঞ্জিতেও সেই ফিলের ছায়া। বলের আঘাতে জখম হায়দ্রাবাদের তন্ময় আগরওয়াল। 


 



আমেদাবাদে ছত্তিশগড়ের বিরুদ্ধে গ্রুপ সি-র খেলা চলাকালীন বলের আঘাতে আহত হন তন্ময়। শর্ট লেগেই ফিল্ডিং করছিলেন ২১ বছরের এই ক্রিকেটার, স্পিন অ্যাটাকারে বিরুদ্ধে বিপক্ষ দলের ব্যাটসম্যান ব্যাট চালান, বল এসে লাগে তন্ময়ের শরীরে। মাথা ঘোরাতে থাকে তন্ময়ের। এরপর কোনও রকম দেসরি না করেই তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। এখন চিকিৎসকদের পর্যবেক্ষণেই রয়েছেন তন্ময়।