`দাদা` তাড়াতাড়ি আউট হয়ে গেলে দরজা বন্ধ করে কাঁদতেন নাইট ক্রিকেটার!
এমনকি তাঁর ব্যাটিংয়ের ধরন অনেকটাই নাকি সৌরভের মতো!
নিজস্ব প্রতিবেদন: ছোটবেলা থেকেই তিনি টিম ইন্ডিয়ার প্রাক্তন অধিনায়ক সৌরভ গাঙ্গুলির অন্ধ ভক্ত। ক্রিকেটকে কেরিয়ার হিসেবে বেছে নেওয়ার অনেক আগে থেকেই নাকি তাঁর সৌরভের প্রতি প্রেম। এমনটাই জানিয়েছেন কলকাতা নাইট রাইডার্সের ক্রিকেটার নীতীশ রানা। এমনকি তাঁর ব্যাটিংয়ের ধরন অনেকটাই নাকি সৌরভের মতো!
কেকেআর-এর অফিশিয়াল ওয়েবসাইটে নীতীশ রানা জানিয়েছেন, "আমি খেলা শুরু করার অনেক আগে থেকেই আমার পরিবার ক্রিকেট ভালোবাসে। আমার বাবা সচিন তেন্ডুলকরের অন্ধ ভক্ত। আমার দাদা রাহুল দ্রাবিড়ের ভক্ত আর আমি সৌরভ গাঙ্গুলির ভক্ত। একটা সময় ছিল যখন দাদা (সৌরভ গাঙ্গুলি) তাড়াতাড়ি আউট হয়ে গেলে আমি ঘরে দরজা বন্ধ করে কাঁদতাম। আমার বাড়িতে রেওয়াজ ছিল সৌরভ- দ্রাবিড় এবং সচিনের মধ্যে যেদিন যে ভালো খেলত সেই অনুযায়ী আমরা একে অপরকে জ্বালাতাম।"
https://www.kkr.in/news/kkr-academy-is-so-effective-that-i-never-miss-a-camp-nitish
নীতীশ আরও জানান, "আমি প্রত্যেক বোলার এবং ব্যাটসম্যানের স্টাইল কপি করতাম। এজন্য প্রত্যেকেই আমাকে সৌরভের নকল করতে বলত। আমিও মনে মনে খুব খুশি হতাম। দাদার নকল করার জন্য ওই রকম ব্যাটিং স্টাইল আমার খুব সহজ হয়েছিল।"
আরও পড়ুন - ভারত-ইংল্যান্ড সিরিজের ঢাকে কাঠি; কোহলিকে বিরাট চ্যালেঞ্জ অ্যান্ডারসনের!