নিজস্ব প্রতিবেদন: বাইশ গজের যুদ্ধে একের অন্যের ছিলেন তীব্র প্রতিপক্ষ। তবে মাঠের বাইরে ওদের বন্ধুত্বের উদাহরণ দেওয়া হয়। শেন ওয়ার্নের (Shane Warne) মৃত্যুর পর তাঁর স্মৃতিচারণায় আর এক কিংবদন্তি সচিন তেন্ডুলকর (Sachin Tendulkar)। ওয়ার্নের অকাল মৃত্যুর আগে কী কথা হয়েছিল তাঁদের মধ্যে? সেটা জনসমক্ষে আনলেন 'মাস্টার ব্লাস্টার'। 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

সচিন জানিয়েছেন শেষবার ২০২১ সালের আইপিএল শেষ হওয়ার পর লন্ডনে তাঁর ওয়ার্নের সঙ্গে কথা হয়েছিল। নিজের অফিসিয়াল ইউটিউব চ্যানেল এবং ১০০ এমবি অ্যাপে একটি ভিডিও পোস্ট করেছেন সচিন। তিনি বলেছেন 'গতবারের আইপিএল শেষ হয়ার পর আমি ইংল্যান্ড গিয়েছিলাম। লন্ডনে কিছু সময় কাটাতে গিয়েছিলাম। সেখানেই ওয়ার্নের সঙ্গে যোগাযোগ হয়। আমরা কয়েক রাউন্ড গল্ফ খেলার পরিকল্পনা করি। খুব মজা করেছিলাম। ওয়ার্ন যখন সঙ্গে থাকে তখন সবমুহূর্ত প্রাণচঞ্চল হয়ে ওঠে।'


সচিন আরও জানান 'সবসময় লোককে এন্টারটেইন করত, জোকস বলত ২২ গজে আমাদের ছোট ছোট লড়াই নিয়ে। আমি উপলব্ধি করেছিলাম শুধু স্পিন নয় সুইংটাও ও ভাল করাতে পারে। খুব ভাল গল্ফার ছিল ও। ও ছিল এই কথাটা বলতে ও ঘৃণা বোধ করছি আমি। কিন্তু ওর বিষয়ে বাস্তবটা আমাদের মানতে হবে। ও সবসময় আমাদের হৃদয়ে বেঁচে থাকবে। ওর সঙ্গে আমার শেষ কথা হয়েছিল ওর বাইক অ্যাক্সিডেন্টের পর। আমি লিখেছিলাম আশা করি সব ঠিক আছে, তুমি ভাল আছ। আমাকে বলেছিল আমার চোট রয়েছে, তাড়াতাড়ি সেরে উঠব। ৪-৫ দিন ধরে পেনকিলার খাচ্ছিল।'


আরও পড়ুন: Shane Warne funeral at MCG: কান্না, হাসি, গানে, আড্ডায় প্রিয় ওয়ার্নিকে শেষ বিদায়


আরও পড়ুন: Shane Warne funeral at MCG: প্রিয় ওয়ার্নির জন্যই 'সুপারম্যান' হয়েছিলেন, জানালেন Shane Watson


(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)