নিজস্ব প্রতিবেদন: কলকাতার 'মহারাজ' কি এবার আইসিসির প্রেসিডেন্ট! খেলার জগতে গুগলির মতো ঘুরপাক খাচ্ছে এই প্রশ্ন। তবে ডেভিড গাওয়ার ও গ্রেম স্মিথের মতো প্রাক্তন ক্রিকেটাররা সৌরভ গাঙ্গুলির বোর্ড চালানোর  প্রশংসায় পঞ্চমুখ। সেখান থেকেই জোরাল হচ্ছে জল্পনা। সৌরভ কি এবার ছক্বা হাকাবেন আইসিসিতে?


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

তবে সৌরভ গাঙ্গুলি বল ঠেলে দিয়েছেন বোর্ডের কোর্টে। তাঁর সাফ কথা, এ বিষয়ে সিদ্ধান্ত নেবে বোর্ড। তিনি এ-ও জানিয়েছেন এখন আইসিসির নিয়ম আর আগের মতো নেই। আগে আইসিসির পদে এবং অন্য কোনও বোর্ডের পদে একসঙ্গে থাকা যেত। কিন্তু নতুন নিয়মে আইসিসির প্রেসিডেন্ট হতে গেলে সৌরভকে বিসিসিআই ছাড়তে হবে। আর এই কঠোর সময়ে বিসিসিআই ছাড়া ঠিক হবে কিনা তা নিয়েও সন্দেহে আছেন নিজেই।


আরও পড়ুন:ধোনির এত ট্রফি জেতার পিছনে রয়েছে সৌরভের অবদান! ব্যাখ্য়া দিলেন গম্ভীর


তিনি এ-ও জানিয়েছেন তাঁর বয়স বেশি নয়। আইসিসির প্রেসিডেন্ট হওয়ার কোনও তাড়াও নেই। এই পদগুলি সাম্মানিক। জীবনে সকলে একবার এই সুযোগ পায়। আগের প্রশাসকদের দেখলে বোঝা যাবে সকলের মেয়াদ একেই সীমাবদ্ধ। তাই বোর্ডের সকলের পক্ষ থেকে এই বিষয়ে সিদ্ধান্ত আসবে। একথাও মনে করিয়ে দিয়েছেন প্রিন্স অব কলকাতা।