নিজস্ব প্রতিবেদন: বাংলায় বসন্তের ছোঁয়া ফুটবল ময়দানে। আবার আই লিগ আসছে বাংলায়। মোহনবাগানের হাত ধরে আই আই লিগ জয় কেবল সময়ের অপেক্ষা। ধর্মতলা পেরিয়ে ইডেনের সামনে চলে এসেছে আই লিগ ট্রফিটা। দোলের দিন রিয়াল কাশ্মীরকে হারিয়ে বাগানের আই লিগ জয়ের সেই পথকে আরও সুগম করে দিল ইস্টবেঙ্গল। মঙ্গলবার কল্যাণীতে আইজলকে হারালেই আই লিগ চ্যাম্পিয়ন হবে মোহনবাগান। ট্রফিটা ঢুকে পড়বে সবুজ-মেরুন তাঁবুতে।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

একবার আই লিগের পয়েন্ট টেবিলের দিকে নজর রাখা যাক:
১৫ ম্যাচে ৩৬ পয়েন্ট নিয়ে লিগ শীর্ষে মোহনবাগান।
১৬ ম্যাচে ২৩ পয়েন্ট নিয়ে দু নম্বরে ইস্টবেঙ্গল।
১৫ ম্যাচে ২৩ পয়েন্ট নিয়ে তিন নম্বরে পঞ্জাব এফসি।
১৫ ম্যাচে ২২ পয়েন্ট নিয়ে চার নম্বরে রিয়াল কাশ্মীর।


ইস্টবেঙ্গল, পঞ্জাব এফসি এবং রিয়াল কাশ্মীরের লিগের বাকি সব ম্যাচ জিতলেও সর্বোচ্চ ৩৮ পয়েন্টে পৌঁছতে পারবে একমাত্র পঞ্জাব এফসি। সেক্ষেত্রে মঙ্গলবার আইজলকে হারাতে পারলেই ৩৯ পয়েন্টে পৌঁছে যাবে সবুজ-মেরুন। কোনও দলের পক্ষেই আর বেইটিয়াদের ধরা সম্ভব হবে না। মঙ্গলবারের ম্যাচে চোট সারিয়ে রক্ষণে ফিরছেন সাইরাস। যা ভরসা দিচ্ছে ভিকুনাকে। আগের ম্যাচেই চেন্নাই সিটি এফসি-র সঙ্গে ড্র করেছে মোহনবাগান। তাই আইজলের বিরুদ্ধে নামার আগে বেশ সতর্ক বাগান শিবির।


মঙ্গলবার পাহাড়ি দলটিকে হারিয়ে আই লিগের খেতাব ঘরে তুলতে মরিয়া বেইটিয়া-ফ্রান গঞ্জালেসরা। হোলির দিনই আই লিগের রঙ হবে সবুজ-মেরুন! সেক্ষেত্রে ভারতসেরা হয়ে আই লিগের ফিরতি ডার্বিতে নামতে পারবে ভিকুনার দল।


আরও পড়ুন - I LEAGUE 2019-20: জয়ে ফিরল ইস্টবেঙ্গল, অ্যাওয়ে ম্যাচে রিয়াল কাশ্মীরকে হারাল লাল-হলুদ ব্রিগেড