নিজস্ব প্রতিবেদন:  ঠান্ডায় কাঁপছে শ্রীনগর। সর্বনিম্ন তাপমাত্রা চলে যাচ্ছে হিমাঙ্কের নীচে। আজ দিল্লি হয়ে শ্রীনগর যাবে মোহনবাগান। রবিবার শ্রীনগরে রিয়াল কাশ্মীরের সঙ্গে আই লিগের ম্যাচে নামছে সবুজ-মেরুন ব্রিগেড।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

ম্যাচের সময় শ্রীনগরের তাপমাত্রা থাকতে পারে ২-৩ ডিগ্রির কাছাকাছি। প্রতিপক্ষের থেকেও আবহাওয়াই যে বেইটিয়াদের কাছে সবচেয়ে চ্যালেঞ্জিং হতে চলেছে তা বলাই বাহুল্য। ঠান্ডায় মোকাবিলার জন্য ফুটবলারদের গ্ল্যাভস, টুপি আর ইনারের ব্যবস্থা করেছে ক্লাব। যা নিয়ে যাওয়া হচ্ছে শ্রীনগরেও।


রিয়াল কাশ্মীর ম্যাচে অভিষেক হচ্ছে সেনেগালের তারকা স্ট্রাইকার বাবা দিওয়ারার। ৯০ মিনিট খেলার জন্য তৈরি না হলেও,সব ঠিকঠাক চললে রবিবার শুরু থেকেই খেলতে পারেন সেভিয়াতে খেলা এই স্ট্রাইকার। দলের সঙ্গে অনুশীলনে যোগ দিলেও কাশ্মীরে দলের সঙ্গে যাননি তাজিকিস্তানের স্ট্রাইকার কমরন। দুই উইংয়েই খেলতে পারেন তরুণ এই ফুটবলার। প্রয়োজনে স্ট্রাইকার হিসাবেও খেলতে পারেন তাজিকিস্তানের জাতীয় দলের এই স্ট্রাইকার।


আরও পড়ুন- Sports Calendar 2020: এশিয়া কাপ থেকে বিশ্বকাপ, বছরভর ঠাসা সূচি বিরাটদের