নিজস্ব প্রতিবেদন: নতুন অধ্যায়। ১৪ বছর পর জার্সি বদল করলেন শিল্টন পাল। মোহনবাগান ছেড়ে এক বছরের চুক্তিতে গোয়ার চার্চিল ব্রাদার্সে যোগ দিলেন আই লিগ জয়ী গোলকিপার।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

মোহনবাগান থেকে কেরিয়ার শুরু করেছিলেন। চার্চিল ব্রাদার্সের সঙ্গে নতুন চুক্তিতে সই করার পর জি ২৪ ঘন্টা ডিজিটালকে শিল্টন জানাচ্ছেন, "মোহনবাগানেই কেরিয়ার শেষ করার ইচ্ছা ছিল। কখনও ভাবিনি যে সবুজ মেরুন ছাড়ব। কিন্তু বর্তমান পরিস্থিতিতে দল পরিবর্তন করা ছাড়া আর কোনও বিকল্প ছিল না।"


এবার আই লিগ হবে কলকাতায়। তাই নিজের প্রিয় শহরেই খেলতে পারবেন বলে ভালো লাগছে শিল্টনের। মোহনবাগানের হয়ে দু'বার আই লিগ জিতেছেন তারকা এই গোলকিপার। যার মধ্যে একবার অধিনায়কও ছিলেন।




এবার চার্চিল ব্রাদার্সের হয়ে আই লিগ জিততে চান তিনি। একই সঙ্গে চান আইএসএল জিতুক মোহনবাগান। দল বদল করলেও মনেপ্রাণে তিনি যে এখনও মোহনবাগানি তা শিল্টন পালের কথাতেই পরিস্কার।



আরও পড়ুন- চ্যাম্পিয়ন্স লিগ থেকে মাত্র ১ পয়েন্ট দূরে ম্যাঞ্চেস্টার ইউনাইটেড