`আমার হিরো আর নেই ... আমি তোমার জন্য ফুটবল দেখতাম`, মারাদোনার প্রয়াণে শোকস্তব্ধ সৌরভ
কোটি কোটি ফুটবল ভক্তকে কাঁদিয়ে চলে গেলেন মারাদোনা।
নিজস্ব প্রতিবেদন: মাত্র ৬০ বছর বয়সেই চলে গেলেন ফুটবল কিংবদন্তি দিয়েগো মারাদোনা। হঠাত্ হার্ট অ্যাটাক। আর তার পরেই মৃত্যুর কোলে ঢলে পড়লেন মহানায়ক।
কোটি কোটি ফুটবল ভক্তকে কাঁদিয়ে চলে গেলেন মারাদোনা। মারাদোনার প্রয়াণে শোকস্তব্ধ সৌরভ গাঙ্গুলি। টুইট করে সৌরভ লিখেছেন, "আমার হিরো আর নেই ...শান্তিতে থাকুন.. আমি তোমার জন্যই ফুটবল দেখতাম।"
২০১৭ সালে কলকাতা সফরে সৌরভের সঙ্গে একমঞ্চে ছিলেন সৌরভ-মারাদোনা। স্মৃতির পাতা থেকে সেই ছবি টুইট করেছেন সৌরভ।
আরও পড়ুন - নক্ষত্রপতন! প্রয়াত ফুটবল কিংবদন্তি দিয়েগো মারাদোনা