নিজস্ব প্রতিবেদন: সবকিছু ঠিকঠাক থাকলে ফের একবার বাইশ গজের যুদ্ধে নামতে চলেছেন যুবরাজ সিং (Yuvraj Singh)। মঙ্গলবার ইনস্টাগ্রামে সেই ইঙ্গিত দিলেন ভারতের এই জোড়া বিশ্বকাপ জয়ী অলরাউন্ডার। তবে কোন প্রতিযোগিতায় তিনি মাঠে নামবেন সেই বিষয় খোলসা করেননি। তবে মনে করা হচ্ছে আগামী বছর গ্লোবাল কানাডা টি-টোয়েন্টি (GT20 Canada) প্রতিযোগিতায় নামতে পারেন ২০১১ সালের বিশ্বকাপের ম্যান অফ দ্যা সিরিজ। 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

২০১৭ সালে কটকের বারাবটি স্টেডিয়ামে ১২৭ বলে ১৫০ রান করেছিলেন যুবরাজ। সেই ম্যাচের ব্যাটিং ভিডিও এ দিন ইনস্টাগ্রামে পোস্ট করে যুবরাজ লিখেছেন, 'ভগবান আপনার গন্তব্য ঠিক করেন। ভক্তদের দাবিতে আমি আগামী ফেরুয়ারি ফের মাঠে ফিরছি। এই স্বাদের ভাগ হবে না। আপনাদের ভালবাসা ও পাশে থাকার জন্য অনেক ধন্যবাদ। এটি আমার জন্য একটি বড় বিষয়। আমাদের দলকে সমর্থন করতে থাকুন এবং এটাই একজন প্রকৃত ভক্তের লক্ষণ। জয় হিন্দ।' 


আরও পড়ুন: WT20: Virat-এর বক্তব্যে দলে দলীয় সংহতি নষ্ট হবে, মনে করেন Kapil Dev


 



যুবরাজ কোন প্রতিযোগিতায় খেলবেন সেটা নিয়ে কিছু লেখেননি। তবে অনেকের ধারণা তিনি গ্লোবাল কানাডা টি-টোয়েন্টি প্রতিযোগিতায় খেলতে পারেন। কারণ যুবির পোস্টের নীচেই গ্লোবাল কানাডা টি-টোয়েন্টির তরফ থেকে লেখা হয়েছে, 'আমাদের চ্যাম্পিয়ন ফিরে আসছেন।' 


২০১৯ সালে আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিয়েছিলেন ২০০৭ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপে ছয় ছক্কার মালিক। এরপর তাঁকে গ্লোবাল কানাডা টি-টোয়েন্টি লিগ ছাড়াও চলতি বছর 
রোড সেফটি সিরিজে খেলতে দেখা গিয়েছিল। 


(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)