ICC Test Rankings: পিঙ্ক টেস্টে নামার আগে Ranking-এ উন্নতি Virat Kohli-র, প্রথম দশে কোন কোন ভারতীয়, জেনে নিন
আইসিসি টেস্ট র্যাঙ্কিংয়ে (ICC Test Rankings) অলরাউন্ডারদের তালিকাতেও ভারতের দুই তারকা রয়েছেন প্রথম দশে।
নিজস্ব প্রতিবেদন: অস্ট্রেলিয়ার বিরুদ্ধে অ্যাডিলেড ওভালে পিঙ্ক টেস্টে নামার আগে আইসিসি টেস্ট র্যাঙ্কিংয়ে (ICC Test Rankings) উন্নতি বিরাট কোহলির (Virat Kohli)। মঙ্গলবার আইসিসি টেস্ট র্যাঙ্কিংয়ে (ICC Test Rankings) ব্যাটসম্যানদের তালিকায় একধাপ উপরে উঠে এলেন ভারত অধিনায়ক বিরাট কোহলি (Virat Kohli)। তিন থেকে দুই নম্বরে উঠে এলেন তিনি।
টেস্ট র্যাঙ্কিংয়ে (ICC Test Rankings)ব্যাটসম্যানদের তালিকায় ৯১১ রেটিং পয়েন্ট নিয়ে সবার ওপরে রয়েছেন অস্ট্রেলিয়ার স্টিভ স্মিথ (Steve Smith)। ৮৮৬ রেটিং পয়েন্ট নিয়ে দুই নম্বরে বিরাট কোহলি (Virat Kohli)। আর ৮৭৭ রেটিং পয়েন্ট নিয়ে তিন নম্বরে নিউ জিল্যান্ডের অধিনায়ক কেন উইলিয়ামসন (New Zealand skipper Kane Williamson)।
আইসিসি টেস্ট র্যাঙ্কিংয়ে ব্যাটসম্যানদের তালিকায় বিরাট কোহলি ছাড়াও প্রথম দশে রয়েছে আরও দুই ভারতীয়। সাত নম্বরে রয়েছেন চেতেশ্বর পূজারা (Cheteshwar Pujara) আর দশ নম্বরে রয়েছেন আজিঙ্কে রাহানে (Ajinkya Rahane)।
আইসিসি টেস্ট র্যাঙ্কিংয়ে (ICC Test Rankings)বোলারদের তালিকায় প্রথম দশে রয়েছেন ভারতের জশপ্রীত বুমরাহ (Jasprit Bumrah) এবং রবিচন্দ্রন অশ্বিন (Ravichandran Ashwin)। বুমরা আট নম্বরে আর অশ্বিন ১০ নম্বরে রয়েছেন। ৯০৪ রেটিং পয়েন্ট নিয়ে টেস্ট বোলারদের তালিকায় শীর্ষে অস্ট্রেলিয়ার প্যাট কামিন্স (Pat Cummins)।
আইসিসি টেস্ট র্যাঙ্কিংয়ে (ICC Test Rankings) অলরাউন্ডারদের তালিকাতেও ভারতের দুই তারকা রয়েছেন প্রথম দশে। তিন নম্বরে রবীন্দ্র জাদেজা (Ravindra Jadeja) আর ছয় নম্বরে রবিচন্দ্রন অশ্বিন (Ravichandran Ashwin)।