Australia vs India, 1st Test: পিঙ্ক টেস্টের প্রথম একাদশ ঘোষণা Team India-র, দলে Wriddhiman Saha না Rishabh Pant?

ওপেনিংয়ে পৃথ্বী শ (Prithvi Shaw) নাকি শুভমান গিল (Shubman Gill) , কে খেলবেন? উইকেটকিপার হিসেবে ঋদ্ধিমান (Wriddhiman Saha) না ঋষভ পন্থ (Rishabh Pant)?

Edited By: সুখেন্দু সরকার | Updated By: Dec 16, 2020, 02:41 PM IST
Australia vs India, 1st Test: পিঙ্ক টেস্টের প্রথম একাদশ ঘোষণা Team India-র, দলে Wriddhiman Saha না Rishabh Pant?
ছবি: সংগৃহীত

নিজস্ব প্রতিবেদন :  বৃহস্পতিবার থেকে অ্যাডিলেড ওভালে (Adelaide Oval) শুরু ভারত-অস্ট্রেলিয়া বর্ডার-গাভাসকর ট্রফি (Border-Gavaskar Trophy)। চার টেস্টের সিরিজের প্রথম টেস্ট দিন-রাতের (Day/Night Test) গোলাপি বলে। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে অ্যাডিলেড ওভালে (Adelaide Oval) পিঙ্ক টেস্টে নামার ২৪ ঘণ্টা আগেই প্রথম একাদশ ঘোষণা করে দিল টিম ইন্ডিয়া।

ওপেনিংয়ে পৃথ্বী শ (Prithvi Shaw) নাকি শুভমান গিল (Shubman Gill) , কে খেলবেন? উইকেটকিপার হিসেবে ঋদ্ধিমান (Wriddhiman Saha) না ঋষভ পন্থ (Rishabh Pant)? মূলত এই দুটি জায়গা নিয়ে যাবতীয় আলোচনা ছিল। ছিল জল্পনাও। তবে পিঙ্ক টেস্টের প্রথম এগারো ঘোষণার পর আর কোনও জল্পনা বা সংশয় থাকল না।

আরও পড়ুন- Australia vs India: কোহলিকে স্লেজিং করলে ভুগতে হবে, সতর্ক করলেন Aaron Finch

শুভমান গিল (Shubman Gill) নন,তরুণ পৃথ্বীর উপরই ওপেনিংয়ে আস্থা রাখছে ভারতীয় টিম ম্যানেজমেন্ট। দ্বিতীয় প্রস্তুতি ম্যাচে সেঞ্চুরি করে ঋদ্ধির সামনে বাধা হয়ে দাঁড়িয়েছিলেন ঋষভ পন্থ (Rishabh Pant)! এমনটাই মনে করেছিলেন অনেকেই। ভারতের হয়ে একটিমাত্র পিঙ্ক টেস্টে খেলা অভিজ্ঞ ঋদ্ধিমানের (Wriddhiman Saha) উপরেই অ্যাডিলেড ওভালে (Adelaide Oval) আস্থা রাখল কোহলি অ্যান্ড কোম্পানি (Virat Kohli & Co)। দলে একমাত্র স্পিনার রবিচন্দ্রন অশ্বিন। আর তিন পেসার জশপ্রীত বুমরাহ মহম্মদ শামি এবং উমেশ যাদব।

 

এক নজরে দেখে নেওয়া যাক অ্যাডিলেড ওভালে (Adelaide Oval) প্রথম টেস্টে ভারতের প্রথম একাদশ-
বিরাট কোহলি (Virat Kohli)-অধিনায়ক
মায়াঙ্ক আগরওয়াল (Mayank Agarwal)
পৃথ্বী শ (Prithvi Shaw)
চেতেশ্বর পূজারা (Cheteshwar Pujara)
আজিঙ্কে রাহানে (Ajinkya Rahane)
হনুমা বিহারী (Hanuma Vihari)
ঋদ্ধিমান সাহা (Wriddhiman Saha)
রবিচন্দ্রন অশ্বিন (R Ashwin)
উমেশ যাদব (Umesh Yadav)
মহম্মদ শামি (Mohammed Shami)
জশপ্রীত বুমরাহ (Jasprit Bumrah)

আরও পড়ুন- Dhyan Chand Biopic: বড় পর্দায় হকির জাদুকর কিংবদন্তি Dhyan Chand-এর বায়োপিক

.