নিজস্ব প্রতিবেদন :  আইসিসি ক্রিকেট র‌্যাঙ্কিংয়ে ক্রমবর্ধমান দেশের সংখ্যা। ১২টি টেস্ট খেলিয়ে দেশের সঙ্গে শুক্রবার থেকে একদিনের ক্রিকেট র‌্যাঙ্কিংয়ে চারটি নতুন দেশের সংযুক্তি হল। ফলে এবার থেকে ১৬ দলের র‌্যাঙ্কিং প্রকাশ করবে ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল।  


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আরও পড়ুন- হ্যারিকেন রিলিফ টি-টোয়েন্টিতে জয় ক্যারিবিয়ানদের


আইসিসি ওডিআই ওয়ার্ল্ড ক্রিকেট লিগ চ্যাম্পিয়নশিপ জেতার পরে আইসিসি ওডিআই র‌্যাঙ্কিংয়ে নিজেদের জায়গা নিশ্চিত করেছিল ডাচরা। আর এবার ওয়ার্ল্ড কাপ কোয়ালিফায়ারে নেদারল্যান্ডসের পাশাপাশি স্কটল্যান্ড, নেপাল এবং সংযুক্ত আরব আমিরশাহি এই তিনটি অ্যাসোসিয়েট দেশও এবার আইসিসি র‌্যাঙ্কিংয়ে জায়গা করে নিয়েছে।



আইসিসি-র একদিনের র‌্যাঙ্কিংয়ে শীর্ষে ইংল্যান্ড। ২ নম্বরে রয়েছে ভারত। ১২ নম্বরে আয়ারল্যান্ড। ২৮ রেটিং পয়েন্ট নিয়ে ১৩ নম্বরে স্কটল্যান্ড। ১৪ নম্বরে আমিরশাহি। নেদারল্যান্ডস এবং নেপালের রেটিং পয়েন্ট শূন্য। এই দু'টি দলকেই চারটির বেশি একদিনের ম্যাচ খেলতে হবে তবেই রেটিং পয়েন্ট যোগ হবে তাদের।